সিলেটবুধবার , ১১ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘের অধিবেশনে যোগদিলেন সিলেট রিপোর্ট এর রশীদ আহমদ

Ruhul Amin
জানুয়ারি ১১, ২০১৭ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জাতিসংঘে আই সি ডি বার্ষিক সম্মেলনের পর্যবেক্ষক ও সংবাদ সংগ্রহের জন্য পাসকার্ড পেয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট রিপোর্ট ডটকম সম্পাদক মন্ডলীর সভাপতি রশীদ আহমদ। নিউইয়র্কে গতকাল ১০ই জানুয়ারী জাতিসংঘে একাডেমি ফর কালচারাল ডিপ্লোম্যাসী আয়োজিত বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। ইন্সটিটিউট ফর কালচারাল ডিপ্লোম্যাসীর ডাইরেক্টর জেনারেল মিস্টার মার্ক ডনফ্রিড এর সঞ্চালনায় কীনোট স্পীকার ছিলেন জাতিসংঘে রোমানিয়া স্থায়ী প্রতিনিধি লন জিনগা, জাতিসংঘে পানামা স্থায়ী প্রতিনিধি লাওরা ই ফ্লোরিস এইচ, জাতিসংঘে বানোয়াতো স্থায়ী প্রতিনিধি ওদো টেভি এবং আন্তর্জাতিক সম্পর্ক ও শিক্ষা বিশেষজ্ঞ ড.নিবা হেলিনা আলেক্সজান্ডার।
পাঁচ দিন ব্যাপী এই সিম্পেজিয়াম প্রথম দিন প্রোগ্রাম শুরু হয় বিকেল তিনটায় এবং শেষ হয় সন্ধ্যা সাতটায়। বিভিন্ন দেশ থেকে আগত প্রায় একশত ডেলিগেট এতে অংশগ্রহণ করেন। বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সম্পদায়ের পারস্পরিক সম্পর্ক মানবাধিকার ও বহুমাত্রিক উন্নয়নের উপর জাতিসংঘ ও আমেরিকার নতুন নেতৃত্বের প্রভাব শীর্ষক এ কনফারেন্সে বিশেষ প্রতিনিধি হিসেবে ইউকে বিএনপির সভাপতি জনাব এম এ মালেক ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ ছাড়াও, বাংলাদেশ সরকারের ও বিভিন্ন দেশে অবস্থানরত সরকারী আমলা,মানবাধিকার এবং মিডিয়া কর্মী সহ ১০জন বাংলাদেশী এতে অংশগ্রহণ করেন। আগামী ১৪ই জানুয়ারী পর্যন্ত জাতিসংঘ ছাড়াও ওয়াশিংটন ডিসিতে এই কনফারেন্স যথারীতি চলবে।15895022_1081644655296259_5683902385676978311_n