সিলেটবুধবার , ১১ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিভাগের চারজনসহ ৫৯ চেয়াম্যানের শপথ করান প্রধানমন্ত্রী

Ruhul Amin
জানুয়ারি ১১, ২০১৭ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  সিলেট বিভাগের চার জেলার নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। বুধবার সকালে নিজ কার্যালয়ে তাদেরসহ নির্বাচিত ৫৯ জন চেয়াম্যানকে শপথ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শপথ নেয়া প্রতিনিধিদের উদ্দেশে দেয়া বক্তব্যে, সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ভোগ নয়; জনগণের কল্যানেই সরকার, যা আজ প্রমাণিত। উন্নয়নের ধারাবাহিকতা যেনো ব্যাহত না হয় সেদিকে খেয়াল রেখেই কাজ করতে হবে প্রতিনিধিদের।
গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে সিলেটে অ্যাডভোকেট লুৎফুর রহমান, সুনামগঞ্জে নুরুল হুদা মুকুট, মৌলভীবাজারে মো. আজিজুর রহমান এবং হবিগঞ্জে ডা. মুশফিক হোসেন চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হন।
সিলেটের চার জেলার মধ্যে তিনটিতে চেয়ারম্যান পদের ভোট অনুষ্ঠিত হয়েছে। আর হবিগঞ্জে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা ভোটেই নির্বাচিত হয়েছেন ডা. মুশফিক।
এদিকে, পরিষদের ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি।