সিলেটবৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কানাইঘাটে প্রথম নারী ইউএনও তাহসিনা বেগম

Ruhul Amin
জানুয়ারি ১২, ২০১৭ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেটের তুলনা মুলক বেশী আলেম উলামা অধ্যুষিত ও রক্ষণশীল এলাকা হিসেবে পরিচিত কানাইঘাট উপজেলায় প্রথমবারের মতো একজন নারী ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে। নতুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিচ্ছেন তাহসিনা বেগম। তিনি বর্তমানে মৌলভবিাজারের কুলাউড়া উপজেলার ইউএনওর দায়িত্বে রয়েছেন। এর আগে সুনামগঞ্জ সদর উপজেলার দায়িত্ব পালন করেন।

তাহসিনা বেগম শুক্রবার কর্মস্থলে যোগদান করবেন বলে জানাগেছে। কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার তারেক মোহাম্মদ জাকারিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় বদলী হওয়ায় নতুন ইউএনও হিসেবে তিনি এখানে যোগদান করছেন । তাহসিনা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। পরে বিসিএস কোয়ালিফাই করেছেন। তিনি দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনারের দায়িত্ব পালন করে উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি)’র দায়িত্ব পালন করেছেন। তাঁর স্বামী মোঃ শহীদুল হক শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাঁরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের অধিবাসী।