সিলেটশুক্রবার , ১৩ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

২৪ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নিয়ে শাবিতে সম্মেলন শুরু

Ruhul Amin
জানুয়ারি ১৩, ২০১৭ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!


সিলেট রিপোর্ট:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘৪র্থ আর্ন্তজাতিক প্রকৌশল, গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা সম্মেলন’। চলবে ১৫ জানুয়ারী পর্যন্ত।এবারের সম্মেলনে দেশ-বিদেশের অন্তত দুই ডজন বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী অংশ নিয়েছেন।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘এপ্লাইড সায়েন্স ও টেকনোলজি স্কুল’ আয়োজিত সমে¥লন উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ড. মো আমিনুল হক ভূইয়া।

এছাড়া বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস উপস্থিত ছিলেন।

সম্মেলনের আহবায়ক অধ্যাপক ড.মোহাম্মদ শহীদুর রহমান জানান, এবারের সম্মেলনে ৪টি কী-নোট, ৪টি ইনভাইটেট, ১৪০টি গবেষণা প্রবন্ধ এবং ২৫টি পোস্টার পেপার উপস্থাপন করা হবে।

দেশের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাপানের চিবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজুকি ইনোবুশি, সায়তামা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তেছুয়া শিমামুরা, সিঙ্গাপুর ন্যাশন্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং বুয়েটের অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ কী-নোট লেকচার উপস্থাপন করবেন।

সম্মেলনের সদস্য সচিব অধ্যাপক ড. এএমএম মোকাদ্দেস জানান, এবারের সম্মেলনে দেশ-বিদেশের অন্তত ২৪টি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অংশ নিয়েছেন।