সিলেটশনিবার , ১৪ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কাউন্সিলর আজাদ- জেলা প্রেসক্লাব ব্যাডমিন্টন’র পূর্ণাঙ্গ ফলাফল

Ruhul Amin
জানুয়ারি ১৪, ২০১৭ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:সিলেট জেলা প্রেসক্লাবের আয়োজনে ‘কাউন্সিলর আজাদ- জেলা প্রেসক্লাব ব্যাডমিন্টন প্রতিযোগিতা’র ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।

শুক্রবার রাত সাড়ে ৮ টায় নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের ইনডোরে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল’র পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

এর আগে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

খেলায় বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারি সবাইকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

খেলার ফলাফল ::
জেষ্ঠ্য বিভাগ
চ্যাম্পিয়ন : আল আজাদ-লিয়াকত শাহ ফরিদী জুটি
রানার আপ : আজিজ আহমদ সেলিম-ইকবাল মনসুর জুটি

সাধারণ বিভাগ
চ্যাম্পিয়ন : এ এইচ আরিফ-সজল ঘোষ জুটি
রানার আপ : সৈয়দ রাসেল-মাইস্লাম রাজেশ জুটি
২য় রানার আপ : শাহ্ দিদার আলম নবেল-এফ এ মুন্না জুটি

নারী বিভাগ
চ্যাম্পিয়ন : অমিতা সিনহা
রানার আপ : বিলকিস আক্তার সুমি

প্রদর্শনী বিভাগ
চ্যাম্পিয়ন : নেহার রঞ্জন পুরকায়স্থ-টুনু তালুকদার জুটি
রানার আপ : আমিনুল ইসলাম রোকন-শাহীন আহমদ জুটি
টুর্নামেন্ট সফলে শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করায় এবার শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হবে ক্রীড়া সংগঠক আবদুল কাদিরের হাতে।

জ্যেষ্ঠ বিভাগ অংশগ্রহণকারিরা:
১.    ওয়েছ খছরু-আবুল মোহাম্মদ জুটি
২.    মনিরুজ্জামান মনির-মামুন হাসান জুটি
৩.    মোহাম্মদ মহসিন-শফিকুর রহমান চৌধুরী জুটি
৪.    মুকিত রহমানী-রণজিৎ সিংহ জুটি
৫.    তাপস দাস পুরকায়স্থ-মির্জা সুহেল জুটি

সাধারণ বিভাগ অংশগ্রহণকারিরা:
১.    নাসির উদ্দিন-শংকর দাস জুটি
২.    মঞ্জুর হোসেন খান-রায়হান আহমদ জুটি
৩.    দেবাশীষ দেবু-রজত চক্রবর্তী জুটি
৪.    দিপু সিদ্দিকী-সৈয়দ সুজন জুটি
৫.    ইমরান আহমদ-আনন্দ সরকার জুটি
৬.    মোস্তাফিজ রুমান-সৈয়দ বাপ্পী জুটি
৭.    কাইয়ূম উল্লাস-ইউসূফ আলী জুটি
৮.    ছামির মাহমুদ-ওলিউর রহমান জুটি
৯.    মনোয়ার লিটন-আলী আকবর জুটি
১০.  সুব্রত দাস-এন এইচ শিপু জুটি
১১.  মনোয়ার জাহান-সোহাগ আহমদ জুটি
১২.  রায়হান উদ্দিন নয়ন-কাইয়ূম আল রনি জুটি