সিলেটসোমবার , ১৬ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হাইকোর্ট প্রাঙ্গণে দেবীর মূর্তি অন্তরে আঘাতের শামীল: নূর হোছাইন কাসেমী

Ruhul Amin
জানুয়ারি ১৬, ২০১৭ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোছাইন কাছেমী বলেন- “৯২% মুসলমানের দেশ বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিমকোর্টের
প্রবেশদ্বারে গ্রীক দেবাীর মূর্তি স্থাপন এদেশের মুসলমানদের অন্তরে আঘাতের শামীল। এধরনের মুর্তি স্থাপনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে মুর্তিপূজার দিকে দাবীত করার অপকৌশল মাত্র। ইসলাম এসেছে মুর্তি নিমূেেলর জন্য, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশের সর্ব্বোচ্চ আদালতের প্রবেশ পথে এমুর্তি বরদাশত করা যায়না। অবিলম্বে মুর্তি অপসারণ না করা হলে এর প্রতিবাদে রাজপথে নামতে বাধ্য হবে এদেশের ইসলাম প্রিয় জনতা।
তিনি সোমবার হবিগঞ্জের বানিয়াচং খাজাপাশায় জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত এক জনসভায় প্রধান বক্তার বক্তব্যে আল্লামা কাসেমী উপরোক্ত কথাগুলো বলেন।
মাওলানা আব্দুল মালেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত জনসভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন দলের সহসভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী।  বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন দলের সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জুনাইদ আল হাবীব, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মুহাম্মদুল্লাহ জামী, সহকারী মহাসচিব মাওলানা আব্দুলবাছির, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা
আফরোজ আল হাবীব, মুফতী আমীর আহমদ, ছাত্র নেতা এখলাছুর রহমান, মাওলানা বশীর আহমদ, অধ্যাপক ইশু বুশন, ও জনাব বানু রায় প্রমুখ।