সিলেটসোমবার , ১৬ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের বৈঠক অনুষ্ঠিত

Ruhul Amin
জানুয়ারি ১৬, ২০১৭ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  নতুন ইসি গঠনে ধারাবাহিক সংলাপে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে আজ বাংলাদেশ খেলাফত মজলিসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইসির সার্চ কমিটিতে একজন আলেমকে অন্তর্ভূক্তকরাসহ পাঁচদফা প্রস্তাব দিয়েছে দলটি।
সোমবার বিকাল ৩টায় বাংলাদেশ খেলাফত মজলিশের আমির প্রিন্সিপাল হাবীবুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যান।
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রস্তবগুলো হলো, ১. একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে একটি সুস্পষ্ট বিধিমালা ও আইন প্রণয়ন করা।
২. নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করার লক্ষ্যে পৃথক সচিবালয় তৈরি করা।
৩. সকল নিবন্ধিত দলের প্রস্তাবনা বিশ্লেষণ করে অধিকাংশ দলের ঐক্যমতের ভিত্তিতে ইসি পুনর্গঠন করা। অন্যথায় রাষ্ট্রপতির সংলাপ অর্থবহ হবে না।
৪. সর্বজন শ্রদ্ধেয় এবং কর্মক্ষম যিনি বিতর্কিত নন এমন একজন সাবেক প্রধান বিচারপতি অথবা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক কোনো বিচারপতিকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া।
৫. সর্বজন শ্রদ্ধেয় ও গ্রহণযোগ্য সৎ নিষ্ঠাবান নিরপেক্ষ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সার্চ কমিটি গঠন করা। সার্চ কমিটিতে একজন যোগ্য ও বিশিষ্ট আলেমকে সদস্য রাখা।
আলোচনায় প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী, নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা বদিউজ্জামান, বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুল হক।
গত ১২ ডিসেম্বর বিএনপিসহ ৫টি রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন গঠন ইস্যুতে আলোচনার জন্য বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই সংলাপ শুরু হয় ১৮ ডিসেম্বর রবিবার। এর আগে গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ আলোচনা শুরু হয়। রাষ্ট্রপতি এ পর্যন্ত ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠক করেন।