সিলেটমঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জালালাবাদে জমি নিয়ে সংঘর্ষে দুইপক্ষের অর্ধশতাধিক আহত

Ruhul Amin
জানুয়ারি ১৭, ২০১৭ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!


0000সিলেট রিপোর্ট :

শহরতলীর জালালাবাদ থানাধীন মানসীনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে মানসীগ্রামের জৈন উদ্দিন ও আজমান আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যানসহ মুরব্বিরা সালিশে সমাধানের চেষ্ঠা করেও বিরোধ মেটাতে পারেননি। সর্বশেষ আজ ভোরে জৈন উদ্দিনের পক্ষের লোকেরা জমির দখল নিতে গেলে আজমান আলীর পক্ষের লোকের বাধা দেয়। এতে সংঘর্ষ শুরু হয়।

এসময় দেশিয় অস্ত্র ও ইটপাটকেটের আঘাতে উভয়পক্ষের অনন্ত ৫০জন লোক আহত হন। আহতদের মধ্যে আজমান আলী (৫০), সাদ উদ্দিন, আবরুস আলী, কাপ্তান মিয়া, কাছা মিয়া, জহুর উদ্দিন, মকবুল, কামাল, সালেহ মিয়া, জামাল মিয়া, এলাইছ মিয়া, আক্তার আলী, জামাল উদ্দিন, ঠান্ডা মিয়া, আজাদ ফয়সলের নাম পাওয়া গেছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোন পক্ষই এখন অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।