সিলেটসোমবার , ২৩ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র জমিয়তের ২৫ বছর,ওয়ালী উল্লাহ আরমানের অনুভুতি

Ruhul Amin
জানুয়ারি ২৩, ২০১৭ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

মুরুআন,সিলেট রিপোর্ট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (নিবন্ধন নং ২৩)এর অন্যতম সহযোগী সংগঠন হলো ”ছাত্র জমিয়ত বাংলাদেশ ”। মাওলানা ওয়ালিউল্লাহ আরমান বর্তমানে জমিয়তের কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি দীর্ঘকাল ছাত্র বিষয়ক সম্পাদক এবং ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেলের দায়িত্ব পালন করেন। ২৪ জানুয়ারী ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটি ২৫ বছর পূর্তি । এ উপলক্ষে গতকাল ফেসবকে তথ্যবহুল একটি পোস্ট প্রদান করেছেন সাবেক এই ছাত্র নেতা। মাওলানা ওয়ালিঊল্লাহ আরমানের সেই পোষ্টটি সিলেট রিপোর্ট এর পাঠকদের সামনে হুবহু তুলে ধরা হলো:  আমার সভাপতিগণ: যাদের সংস্পর্শে সমৃদ্ধ হয়েছে অভিজ্ঞতার ভাণ্ডার
১, ২০০০ সালে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরে কাজ শুরু করি এবং ২০০১-এ মহানগর ছাত্র জমিয়ত সভাপতির দায়িত্ব আমাকে দেয়া হয়৷ আমার পূর্বে মহানগর সভাপতি ছিলেন মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী৷ তার উৎসাহ, উদ্দীপনায় ঘাটতি ছিলো না কখনো৷ সুন্দর সুন্দর ছকও আঁকতেন৷ তিনি এখন যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি৷ হয়তো তিনি এখন সারাদেশ কেন্দ্রিক যুব জমিয়তের ছক এঁকে চলেছেন৷
২, ২০০২ সালের মার্চে আমাকে কেন্দ্রীয় ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০০৩ এর এপ্রিলের কাউন্সিলে প্রথমবারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়৷ ওই সময় সভাপতি ছিলেন ছাত্র জমিয়তের প্রবাদ প্রতীম পুরুষ মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম ভাই৷ তিনি ছাত্র জমিয়তের অন্যতম রাহবার এবং চরম রাজনৈতিক প্রতিকূলতা ও দুর্দিনে জমিয়তের কার্যক্রম চাঙ্গা রাখতে সর্বোচ্চ শ্রম, মেধা, সময় এবং অর্থ ব্যয় করেছেন৷
তিনি জামিয়া শারইয়্যা মালিবাগ এবং দারুল উলূম দেওবন্দের পাশাপাশি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিভাগ থেকে কৃতিত্বের সাথে শিক্ষাসমাপন করেছেন৷ গোলাম মহিউদ্দীন ইকরাম ভাই আমার মতো অনেকের রাজনৈতিক গুরু৷ ১৯৯৮ থেকে পরবর্তী একদশকে তার হাতে যে সকল কর্মী তৈরী হয়েছেন, তাদেরই দুইজন এখন ছাত্র জমিয়তের মূল নেতৃত্ব দিচ্ছেন৷
আমি সেক্রেটারির দায়িত্ব নেয়ার পূর্বে মাওলানা জিয়াউল হক কাসেমী ভাই এবং মাওলানা আব্দুল মালিক চৌধুরী ভাই সেক্রেটারি ছিলেন৷ রাজনৈতিক অগ্রজ এই দুই ভাইর কাছে অনেক কিছুই শেখার সুযোগ হয়েছে আমার৷
৩, ২০০৩ এর সেপ্টেম্বরে জমিয়তের কাউন্সিলে ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয় আল্লামা উবায়দুল্লাহ ফারুক সাহেবের উপর৷ তার মূল দায়িত্ব ছিলো কেন্দ্রীয় জমিয়তের সাংগঠনিক সম্পাদক৷ এবিষয়ে তেমন কিছু বলার নেই আমার৷
তিন মাস পর ২০০৪ এর জানুয়ারীতে জমিয়তের মজলিসে আমেলার বৈঠকে সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা নজরুল ইসলাম ভাইকে সভাপতি মনোনীত করা হলেও তিনি অজ্ঞাত কারণে দায়িত্ব গ্রহণ করেননি৷ তাকে দায়িত্ব গ্রহণের অনুরোধ জানাতে তিন তিনবার আমি সিলেট গেলেও তিনি দায়িত্ব নেননি৷ তিক্ত সত্য হচ্ছে, তিনি দায়িত্ব না নিলেও অনেকে বিরাগ হন তার নামে ‘সাবেক কেন্দ্রীয় সভাপতি’ না লিখলে৷ তবে মাওলানা নজরুল ভাই একজন যোগ্য, দূরদর্শী এবং ঠাণ্ডা মস্তিষ্কের দায়িত্বশীল ছিলেন৷ কেন্দ্রীয় সভাপতি হিসেবে তিনি ছাত্র জমিয়তকে অনেক কিছুই দিতে পারতেন৷
২০০৪ এর জানুয়ারী-এপ্রিল ৪ মাস ছাত্র জমিয়তের ত্যাগী কর্মী ও তৎকালীন সিনিয়র সহসভাপতি মুফতী মাহবুবুর রহমান ভাই রংপুরী অস্থায়ী ভিত্তিতে সভাপতির দায়িত্ব পালন করেছেন৷

৪, ২০০৪ এর মে মাসে সভাপতি মনোনীত হন মুফতী জাকির হোসাইন খান ভাই৷ ইতোপূর্বে তার সাথে আমার মতবিনিময়ের তেমন একটা সুযোগ না মিললেও সভাপতির দায়িত্ব নিয়েই তিনি সহকর্মীদের মন কেড়ে নেন৷ কিতাবী যোগ্যতার পাশাপাশি লিখনী, তথ্য ও তত্ত্ব উপাত্তের আলোকে বিষয়ভিত্তিক আলোচনা এবং অগ্নিঝড়া বক্তব্য প্রদানে চমৎকার বাচনিক যোগ্যতা ছিলো তার মাঝে৷ সহকর্মীদের মূল্যায়ন এবং পরমত সহিষ্ণুতার নেতৃত্বগুণে সমৃদ্ধ ছিলেন মুফতী জাকির ভাই৷ তার সভাপতির মেয়াদ শেষে ২০০৮ এর জুলাইতে জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিলে আমাকে সভাপতি নির্বাচন করা হয়৷
মুফতী জাকির ভাইর মেধা এবং অভিজ্ঞতাকে সংগঠনে কাজে লাগানো যেতো৷ যদিও এটা আমাদের নিতান্ত দুর্ভাগ্য যে, জাকির ভাই এই সময়ে কোথাও নেই৷ পরিশেষে একটা প্রবাদ বাক্য স্মরণ করছি, “যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্মায় না৷”CJB FLAGz