সিলেটশুক্রবার , ২৭ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সার্চ কমিটি নিয়ে আপত্তি,প্রত্যাখ্যান করেনি বিএনপি

Ruhul Amin
জানুয়ারি ২৭, ২০১৭ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:
নির্বাচন কমিশনে নিয়োগের জন্য রাষ্ট্রপতিকে সুপারিশ করতে গঠিত সার্চ কমিটির ছয় জনের মধ্যে পাঁচ জনের বিষয়েই আপত্তি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই কমিটির মাধ্যমে নির্দলীয়, সৎ, সাহসী, ও যোগ্য ব্যক্তিরা আগামী নির্বাচন কমিশনের চেয্যারম্যান বা সদস্য হবেন এটা আশা করাও বাতুলতা। তবে এই কমিটিকে প্রত্যাখ্যান করতে চান না তিনি। বলেছেন, ‘নির্বাচন কমিশন গঠনের পর প্রত্যাখ্যানের প্রসঙ্গ আসবে।’

সার্চ কমিটি গঠনের দুই দিন পর শুক্রবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল। তার দাবি, সার্চ কমিটি জনগণের সে প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। কমিটিতে ক্ষমতাসীন সরকারের ইচ্ছা পূরণে সহযোগিতা করে পুরস্কৃত এবং আওয়ামী পরিবারের বিশ্বস্ত সদস্যদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়েছে।

তাহলে আপনারা কি সার্চ কমিটি প্রত্যাখান করছেন?- এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমাদের বক্তব্যে আমরা পরিষ্কার করে বলেছি যে- এটা প্রত্যাখ্যান করা বা না করার কোনো বিষয় নেই। নির্বাচন কমিশন গঠন করার পরে প্রত্যাখ্যান করা বা না করার বিষয় আসতে পারে। যে মতামত বা প্রতিক্রিয়া সার্চ কমিটির বিষয় ছিল সেটি আমরা জানিয়ে দিলাম।’

সার্চ কমিটিকে বিতর্কিত করলে বিএনপিই বিপদে পড়বে- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, ‘তোফায়েল আহমেদ সাহেব বলেছেন আমাদের অপেক্ষা করার জন্য। এসব কথাবার্তা বলে তারা আমাদের ভুল পথে পরিচালিত করতে চান। সেটা আমরা হচ্ছি না। আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমরা মনে করি এই সার্চ কমিটি কোনো দিনও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে পারবে না।’

মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আগামী মাসের শুরুতেই নতুন নির্বাচন কমিশন নিয়োগ দিতে হবে। সংবিধান অনুযায়ী এই নিয়োগ চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি। গত ১৮ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত মোট ৩১টি দলের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন তিনি। আর গত বুধবার গঠন হয়েছে সার্চ কমিটি।

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বিএনপির পক্ষ থেকে বাছাই কমিটি গঠনে যে দাবি করা হয়েছিল তা মানা হয়নি বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, সার্চ কমিটিতে আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে হাইকোর্ট বিভাগের একজন কর্মরত বিচারপতি, অবসর গ্রহণের পর সরকারি কর্ম কমিশনে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত একজন সাবেক সচিব এবং সরকারি দলের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত একজন নারী শিক্ষককে সদস্য করা হয়েছে।

ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ তেকে যে যুক্তিসঙ্গত প্রস্তাব করা হয়েছিল তা অগ্রাহ্য করা হয়েছে।’

সার্চ কমিটির প্রধান করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে। তিনি ২০১২ সনে গঠিত সার্চ কমিটিরও প্রধান ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘যে কমিটির প্রস্তাবক্রমে রবিকউদ্দীন কমিশনের মত অযোগ্য অনুগত ও মেরুদণ্ডহীন ও বিতর্কিত কমিশন নিযুক্ত হয়, সেই কমিটির প্রধানকেই নতুন সার্চ কমিটির প্রধান করা অর্থ হল সরকার রকিবউদ্দিন কমিশনের মতই আরেকটা অযোগ্য ও অনুগত নির্বাচন কমিশন করতে চায়।’

সার্চ কমিটির কমিটির আরেক সদস্য হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে নিয়ে আপত্তির কারণও জানান মির্জা ফখরুল। তাঁর দাবি, এই বিচারপতি ছাত্রলীগের একজন সাবেক কেন্দ্রীয় নেতা এবং আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী হিসেবে বহুল পরিচিত ছিলেন। তার পিতা আখলাকুর রহমান নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ১৯৭০ সালে আওয়ামী দলীয় প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার ছোট ভাই প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে কর্মরত।

পিএসসির সদস্য চেয়ারম্যান মোহাম্মদ সাদিককে নিয়েও আপত্তি জানান ফখরুল। তার দাবি, এই সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের সমর্থক।

ফখরুল বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির মহা বিতর্কিত সংসদ নিার্বচনের সময় তিনি ছিলেন নির্বাচন কমিশনের সচিব। নানা অনিয়মে ভরা ওই নির্বাচনকে নিয়মসিদ্ধ করার পুরস্কার হিসেবে অবসর গ্রহণের পর তাকে রাজনৈতিক বিবেচনায় চুক্তিভিত্তিতে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান করা হয়। সরকারি অনুগ্রহভাজন এবং সহকর্মীদের কাছে আওয়ামী ঘরানার সমর্থক হিসেবে পরিচিত এই আমলা সরকারি ইচ্ছা পূরণে সচেষ্ট থাকবেন এটাই স্বাভাবিক।’

সার্চ কমিটির একমাত্র নারী সদস্য শিরীণ আখতার সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত বলেও দাবি করেন ফখরুল। তিনি বলেন, ‘কমিটির একমাত্র নারী সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি নেত্রী ২০১৪ সনে শিক্ষক সমিতির সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবং তার পিতা মরহুম আফসান কামাল চৌধুরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি নিজেও কক্সবাজার মহিলা আওয়ামী লগের নেত্রী। কাজেই কোনোভাবেই তাকে নিরপেক্ষ বলা যায় না।’

সার্চ কমিটির আরেক সদস্য মহা হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো আপত্তির কথা জানাননি ফখরুল। তবে তিনিও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না বলে মনে করেন বিএনপি নেতা।

ফখরুল বলেন, ‘রাজনৈতিক সরকারের অধীনস্ত একজন কর্মকর্তা হয়ে তিনি সরকারের ইচ্ছার বিরুদ্ধে কিছু করার ক্ষমতা রাখেন না। অর্থাৎ তিনিও ক্ষমতাহীন সরকারের ইচ্ছা পূরণে কোনো বাধা নন।’

ফখরুল বলেন, ‘এমন সব ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সার্চ কমিটিকে নির্দলীয় কিংবা নিরপেক্ষ বিবেচনা করার কোনো অবকাশ নেই।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ, নিতাই রায় চৌধুরী, সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভী প্রমুখ এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।