সিলেটশুক্রবার , ২৭ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঝিংগাবাড়ী সমিতির বৃত্তি প্রদান ও প্রকাশনা অনুষ্টান

Ruhul Amin
জানুয়ারি ২৭, ২০১৭ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান অাশিক উদ্দিন চৌধুরী বলেছেন, কানাইঘাট এখন অার পিছিয়ে নেই। বিভিন্ন সেক্টরে কানাইঘাটের মানুষ নেতৃত্ব দিচ্ছে। অতীতে স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় ও অান্তর্জাতিক পরিমন্ডলে কানাইঘাটের মানুষ যে নেতৃত্ত দিয়েছিল অাবার সময় এসেছে কানাইঘাটের জনগণ শুধু বাংলাদেশ নয় বিশ্ব দরবারে অাবারও নেতৃত্বের অাসনে অাসীন হবে। কানাইঘাট তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।

তিনি অাজ রাতে কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ঝিংগাবাড়ী সমাজ কল্যাণ সমিতির ১৯তম প্রতিষ্টা বার্ষিকী, মেধাবীদের বৃত্তি প্রদান ও সমিতির ৬ষ্টতম ম্যাগাজিন ‘ঝিঙেফুল’ এর প্রকাশনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। সমিতির সভাপতি মুস্তাফীযুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রাহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান বক্তা ছিলেন ঐতিহ্যবাহী দ্বিনি শিক্ষা প্রতিষ্টান ঝিংগাবাড়ী সিনিয়র ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাব্বাস উদ্দিন, ৯ নং রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক অাহমদ চৌধুরী। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক অপূর্ব সিলেটের সম্পাদক ও সমিতির সদস্য  তাওহীদুল ইসলাম। উপস্থিত ছিলেন গাছবাড়ী মডার্ন একাডেমীর সিনিয়র শিক্ষক মাওলানা অাব্দুল মজিদ চৌধুরী, ঝিংগাবাড়ী ফাজিল মাদরাসার প্রভাষক মাওলানা নোমান অাহমদ চৌধুরী, সমিতির সাবেক সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া চৌধুরী দুলাল, মাওলানা এবাদুর রহমান চৌধুরী, মাওলানা কামরুজ্জামান, মাস্টার মাহবুবুর রহমান,  মাস্টার হেলাল অাহমদ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি শাহ ইসমাইল প্রমুখ। অনুষ্টানে মেধাবী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।