সিলেটশনিবার , ২৮ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

২১ দিনে হাফিজ হলো সিলেটের বালক মাশহুদ

Ruhul Amin
জানুয়ারি ২৮, ২০১৭ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: মাত্র ২১ দিনে পবিত্র কোরআন শরীফ মুখস্ত করে বিরল ইতিহাস সৃষ্টি করেছেন ১৩ বছরের বালক মাশহুদুর রহমান। তার গ্রামের বাড়ী সিলেট জেলার কানাইঘাট উপজেলার লক্ষিপ্রসাদ। পিতা আব্দুর রহিম ও একজন হাফিজে কোরআন।
জানাগেছে, মাত্র২১ দিনে (১৩ ডিসেম্ব থেকে ৪ জানুয়ারী২০১৭ইং) পুরো ৩০ পাড়া হিফজ সম্পন্ন করেছে ছোট্র বালক হাফিজ মাশহুদুর রহমান।
সিলেট মহানগর ইমাম জাতীয় সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব সিলেট রিপোর্টকে এর সত্যতা নিশ্চিত করে বলেন, এটি বিরল ইতিহাস ,আল্লাহর কুদরতের নিদর্শন’। আল্লাহ যেন তাকে দ্বীনের সঠিক খাদেম হিসেবে কবুল করেন। এজন্য সকলের কাছে দোয়া কামনা করেন। গতকাল শনিবার সিলেট আলীয়া মাঠে অনুষ্ঠিত বিশ্বসেরা হাফিজ ক্বারীদের তেলাওয়াত সম্মেলনে কিশোর বালক মাশহুদ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। এসময় হাজার হাজার জনতা তাকে একনজর দেখার জন্য ভিড় জমান। অনেকেই নগদ টাকা পুরস্কার প্রদান করেন। ইমাম সমিতির আহবানে এই কিশোর হাফেজে কোরআনের উচ্চ শিক্ষালাভের জন্য যাবতীয় ব্যায়ভার গ্রহন করেছেন একজন। সে বর্তমানে মারকাজু শায়খিল ইসলাম আল আমিন কাজিটুলা সিলেট-এ অধ্যয়নরত।