সিলেটশনিবার , ২৮ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক নির্যাতন নিয়ে সুর পাল্টালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Amin
জানুয়ারি ২৮, ২০১৭ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:
‘পুলিশ সাংবাদিক নির্যাতন করে না। মাঝেমধ্যে ধাক্কাধাক্কি লেগে যায়। শাহবাগেও তাই হয়েছে’- এমন মন্তব্যের পর কড়া সমালোচনার মুখে একদিনের মাথায় সুর পাল্টালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এবার তিনি স্বীকার করেছেন সাংবাদিক নির্যাতন হয়েছে এবং ভিডিও ফুটেজ দেখে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গতকাল তিনি পুরোপুরি না জেনেই মন্তব্য করেছিলেন বলেও স্বীকার করেন মন্ত্রী।

শনিবার বিকালে টাঙ্গাইলের সখীপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

গত বৃহস্পতিবার রাজধানীতে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আধাবেলা হরতালে শাহবাগ থানায় দুই সাংবাদিককে পেটায় কয়েকজন পুলিশ সদস্য। এই ঘটনায় একজন সহকারী উপপরিদর্শককে বরখাস্ত করা হয়েছে। চিহ্নিত হয়েছেন আরও ১১ জন। এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।