সিলেটসোমবার , ৩০ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

লেঃ কর্নেল (অঃ) সৈয়দ আলী আহমদের ৬৫ তম জন্মদিনে বিশেষ আড্ডা

Ruhul Amin
জানুয়ারি ৩০, ২০১৭ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: ২৯ জানুয়ারী বিশিষ্ট শিক্ষাবিদ লেঃ কর্নেল (অঃ) সৈয়দ আলী আহমদ এর ৬৫ তম শুভ জন্মদিন। ১৯৫৩ সালের এই দিনে তিনি সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সৈয়দপুরে জন্মগ্রহণ করেন। সাবেক সেনা অফিসার সৈয়দ আলী আহমদ একজন শক্তিমান কবি, ইতিহাস বেত্তা লেখক। সৈনিকের পাশাপাশী ‘ সত্যিকার অর্থেই একজন সাহসী কলম সৈনিক’ হিসেবে নিজেকে প্রমান করেছেন সদ্যপ্রকাশিত ‘নিবেদিত অনূদিত কবিতা’গ্রন্থে।
রোববার সন্ধ্যায় ৬৫ তম জন্মদিনে সিলেট নগরীর মদীনা মার্কেটস্থ তাঁ বাসভবনে বিশিষ্ট জনের উপস্থিতিতে হয়েগেলো এক বিশেষ আড্ডা। কয়েকজন বরেন্য কবিও উপস্থিত ছিলেন।  সৈয়দ আলী আহমদ স্বরচিত কয়েকটি কবিতা নিজেই আবৃত্তিকরে শোনালেন। আজকের আড্ডায় উপস্থিত ছিলেন কবি কালাম আজাদ, কবি মুকুল চৌধুরী, কবি মুসা আল হাফিজ, বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন,বিশিষ্ট প্রবাসী সাংবাদিক সাইদ চৌধুরী, এডভোকেট রফিক চৌধুরী,সিলেট রিপোর্ট সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী প্রমুখ। প্রাণবন্ত এই আড্ডায় কবি আলাম আজাদ ও কবি মুসা আল হাফিজ  সৈয়দ আলী আহমদকে নিবেদীত করে তাৎক্ষণিক যৌথ ভাবে কবিতা রচনা করে জন্মদিনের উপহার দেন, এছাড়া ফুলেল শুভেচ্ছা ও জানান। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তিঘটে।