সিলেটরবিবার , ৫ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

“কওমী মাদরাসা সন্ত্রাস জঙ্গীবাদ নির্মূল কেন্দ্র”

Ruhul Amin
ফেব্রুয়ারি ৫, ২০১৭ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপার্টার :

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড এর সিনিয়র সহ সভাপতি, বর্ষীয়ান আলেম শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী বলেছেন, কওমী মাদরাসা আদর্শ নাগরিক তৈরি করে, শান্তির পতাকাবাহী আলেম-উলাম গড়ে তুলে। যারা কওমী মাদরাসাকে এখনো জঙ্গীবাদের আখড়া বলে, তারা বোকার স্বর্গে বাস করে। মূলতঃ কওমী মাদরাসা হচ্ছে সন্ত্রাস-জঙ্গীবাদ নির্মূল কেন্দ্র। কেননা কওমী মাদরাসাগুলোতেই প্রিয় নবী (সঃ)’র শান্তির বাণী শিক্ষা দেয়া হয়, নবীর উত্তরাধিকারী তৈরী করা হয়। প্রিয় নবী (সঃ)’র সত্যিকারের কোন অনুসারী জঙ্গী হতে পারে না।
৪ ফেব্রয়ারী শনিবার সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার ৪২তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজারের প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে হাজার হাজার ধর্মপ্রাণ জনতা অংশ গ্রহণ করেন। সারা রাতব্যাপী সম্মেলন চলে। রোববার সকাল ৭টায় আখেরী মোনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ হবে।
জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, ভাইস প্রিন্সিপাল মাওলানা ছামিউর রহমান মুছা, শিক্ষক মাওলানা মুশফিকুর রহমান মামুন ও মাওলানা ফাহাদ আমানের যৌথ উপস্থাপনায় মহাসম্মেলনের বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন ঢাকার যাত্রাবাড়ী মাদরাসার মহাপরিচালক শাইখুল হাদীস মাওলানা মাহমুদুল হাসান, দারুল উলুম দেওবন্দের শিক্ষক মাওলানা সালমান বিজনুরী, মাওলানা মুফতী মাহফুজুল হক, মাওলানা ফজলুর রহমান, মাওলানা মুশাহিদ কাসিমী প্রমুখ।
স্বাগত বক্তব্যে প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান বলেন, জামেয়া মাদানিয়া ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি অনুকরণীয় প্রতিষ্ঠান। ধর্মপ্রাণ জনতার সহযোগিতায় এ প্রতিষ্ঠান ইনশাআল্লাহ একটি আদর্শ ইসলামী বিশ^বিদ্যালয়ে রূপান্তরিত হবে।