সিলেটসোমবার , ৬ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নিজের রোপন করা চন্দন গাছের কাঠ দিয়ে আজ সুরঞ্জিতের শেষকৃত্য

Ruhul Amin
ফেব্রুয়ারি ৬, ২০১৭ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :

সুরঞ্জিত সেনগুপ্তের ইচ্ছা অনুযায়ী তার শেষকৃত্যে চন্দন কাঠ ব্যবহার করা হবে। এজন্য তার নিজ হাতে রোপন করা চন্দন গাছ কাটাও হয়েছে। আজ সোমবার বেলা ৩ টায় গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১০ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবীণ এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হঠাত্ করে এভাবে না ফেরার দেশে যে চলে যাবেন এটা তার নিজ এলাকার সাধারণ মানুষসহ দেশবাসী ভাবেননি। তার নির্বাচনী এলাকা দিরাই-শাল্লাতেই নয়, শোকে ম্যূহমান পুরো সিলেট বিভাগ।

এদিকে, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে দিরাই উপজেলা আওয়ামী লীগ। দিরাই-শাল­ার মন্দিরগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। দিরাই উপজেলা আওয়ামী লীগ গতকাল রবিবার বিকালে এক জরুরি সভা করে। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, সোমবার সুরিঞ্জত সেনগুপ্তের মরদেহ দিরাই বালুর মাঠে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হবে।

এদিকে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জের আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।