সিলেটসোমবার , ৬ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তুষার ধ্বসে আফগানিস্তানে নিহত শতাধিক

Ruhul Amin
ফেব্রুয়ারি ৬, ২০১৭ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

আফগানিস্তানে তুষার ধ্বসে এক গ্রামে ৫০ ব্যক্তিসহ শতাধিক মানুষ নিহত হয়েছেন। গত কয়েকদিনের অব্যাহত ভারী তুষারপাতের ফলে এ তুষারধসের ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির প্রধানত উত্তরাঞ্চলীয় এবং মধ্যাঞ্চলীয় প্রদেশগুলোতে তিন দিনের ভারী তুষারপাতের পর তুষারধস আঘাত হানে। এতে ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া, রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে ত্রাণ ও উদ্ধারকর্মীরা যেতে পারছেন না।

তুষারধসে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা নুরিস্তান প্রদেশে ঘটেছে। এ প্রদেশের একটি গ্রামেই অন্তত ৫০ ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছেন প্রাকৃতিক দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র ওমর মোহাম্মদ। অন্যান্য এলাকায় অন্তত ৫৪ ব্যক্তি নিহত হয়েছে। ১৬৮টি ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং শতশত গৃহপালিত পশু মারা গেছে।

খারাপ আবহাওয়া এবং গভীর তুষারের কারণে ত্রাণ তৎপরতা চালানো কষ্টকর হয়ে পড়েছে। ত্রাণকর্মীরা বিচ্ছিন্ন গ্রামগুলোতে পৌঁছাতে পারছেন না। সূত্র: বিবিসি।