সিলেটমঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কৈলাস সত্যার্থী’র নোবেল চুরি!

Ruhul Amin
ফেব্রুয়ারি ৭, ২০১৭ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

ভারতে আবারও নোবেল চুরির ঘটনা ঘটেছে। তবে এবার আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল নয়, সমাজসেবী কৈলাস সত্যার্থীর নোবেল চুরি হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোরে কৈলাস সত্যার্থীর দিল্লির বাড়ি থেকে বেশ কিছু মূল্যবান জিনিসের সঙ্গে নোবেল পুরস্কারের মেডেলটিও চুরি হয়ে যায়।

২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কারে সম্মানিত হন কৈলাস সত্যার্থী। তবে যেটি চুরি হয়েছে সেটি আসল মেডেলের রেপ্লিকা। ভারতের জীবিত নোবেল পদক প্রাপ্তদের আসল পদকটি প্রথা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতির ভবনে রাখা থাকে। পুলিশের ধারণা, চোর রেপ্লিকাটিকেই আসল ভেবে চুরি করেছে।

কৈলাস সত্যার্থীর সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে জান‍া যায় তিনি বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন।

ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।