সিলেটবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে তিন দিন ব্যাপী জেলা ইজতেমা শুরু

Ruhul Amin
ফেব্রুয়ারি ৯, ২০১৭ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ সংবাদদাতা :
বিশ্ব ইজতেমার আদলে সুনামগঞ্জে বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয়েছে তিন দিনের জেলা ইজতেমা। আম বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া ইজতেমা শনিবার শেষ হবে। ১০ লক্ষ মুসল্লির আগমন ঘটবে বলে আশা ব্যক্ত করেছেন সুনামগঞ্জ জেলা ইজতেমা আয়োজন কমিটি।
সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা সদরের সুরমা নদীর পশ্চিমপাড়ের গৌরারং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুতুবপুর ও বৈঠাখালি গ্রামের মধ্যবর্তী নদীপাড় সংলগ্ন স্থানে ১১ লাখ স্কয়ার ফিট জমিতে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ইজতেমার জেলা ওয়ারি বৃহত্তম জনসমাগম। এ জন্য ইতোমধ্যে ইজতেমার মাঠে দিনরাতে প্রস্তুতিমূলক কাজ করে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নিরাপত্তার সার্বিক বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন-অর-রশিদ জানান, সুনামগঞ্জের ইজতেমা উপলক্ষে পুলিশের পোশাক ও সাদা পোশাকে প্রায় সাড়ে ৪শ’ সদস্য দুই দফায় দায়িত্ব পালন করবে। এছাড়া পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় চলে আসবে, সেখানে বসানো হয়েছে কন্ট্রোল রুম।