ডেস্ক রিপোর্ট: মাওলানা রশীদ আহমদ- নিজ দেশ ছেড়ে প্রবাসে অবস্থানরত একজন আলেম সাংবাদিক। একাধারে তিনি একজন আলেম, শিক্ষাবিদ, সাংবাদিক, সংগঠক ও সমাজসেবক। ১৯৭৭ সালের পহেলা নভেম্বর মাওলানা আবদুল মতীন ও হালিমা খাতুন এর ঔরসে মানাউরা (নন্দিরগাও) গোয়াইনঘাট সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। রশীদ আহমদ নন্দিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। এরপর জামেয়া মুশাহিদিয়া ক্বাসিমূল উলূম খাগাইল কোম্পানীগঞ্জে এবং জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলা সিলেটে কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। শিক্ষাজীবনের শুরু থেকেই রশীদ আহমদ বিভিন্ন ক্লাসের পরীক্ষায় নানা প্রকারের বৃত্তি লাভ করে মেধাতালিকায় কৃতিত্ব অর্জন করেন। কওমি মাদরাসায় শিক্ষা অর্জনের প্রায় শেষ প্রান্তে ১৯৯৮ সালে সিলেটস্থ আঙ্গারজুর দাখিল মাদরাসা থেকে দাখিল, সিলেট সরকারি আলিয়া মাদরাসা থেকে আলিম, ফাজিল ও কামিল ফিল হাদিস সম্পন্ন করেন। এর পাশাপাশি তিনি কুরআন শিক্ষা পরিষদ সিলেট থেকে ইলমে কিরাতের সর্বোচ্চ সনদ লাভ করেন এবং নিউইয়র্ক সিটি কলেজ অব টেকনোলজি থেকে ২০১২ সালে কৃতিত্বের সাথে ই.এস.এল কোর্স সম্পন্ন করেন।
প্রিয়.কম: আলেম হয়েও মিডিয়াতে এলেন কেন?
মাওলানা রশীদ আহমদ: আলেমদেরই তো মিডিয়াতে আসা দরকার। আলেম-উলামারা হলেন নবি-রাসুলদের উত্তরসূরি। নবি-রাসুলরা যেমন সত্য ও সুন্দরের বার্তা নিয়ে পৃথিবীতে আগমণ করেছেন এবং তার প্রচার-প্রসার করেছেন আলেম-উলামাদের ওপরও সেই দায়িত্ব অর্পিত হয়েছে। মিডিয়ার মাধ্যমে সত্য, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা সম্ভব এবং আলেম হিসেবে আমি মিডিয়াতে জড়িত থেকে এই চর্চা করতে চাই। সাথে সাথে ইসলাম প্রচার ও প্রসারে মিডিয়ার ব্যবহারে সচেষ্ট হতে চাই।
প্রিয়.কম: বর্তমানে আপনি কোথায় কী পদে যুক্ত আছেন?
মাওলানা রশীদ আহমদ: আমি বর্তমানে ব্রুকলীন নিউইয়র্কের বিএমএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল, নিউইয়র্কস্থ আল কুরআন লার্নিং এন্ড কালচারাল একাডেমির পরিচালক, মসজিদ বায়তুন নূরের জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়া নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রথম প্রিন্ট ম্যাগাজিন ‘সমীক্ষা’র সহকারি সম্পাদক ছিলাম। এখন বহুল প্রচারিত ‘ইয়র্ক বাংলা’র সম্পাদক ও সিলেটের শীর্ষ অনলাইন পোর্টাল ‘সিলেট রিপোর্ট ডটকমে’র সম্পাদক মন্ডলীর সভাপতির দায়িত্ব পালন করিছ। পাশাপাশি নিউইয়র্কস্থ প্রবাসী সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের অন্যতম সদস্য আমি।
প্রিয়.কম: ইসলাম ও মিডিয়ার মধ্যকার সম্পর্ক বিষয়ে কিছু বলুন?
মাওলানা রশীদ আহমদ: ইসলাম মূলত একটি মিডিয়ার ধর্ম। ইসলাম ও মিডিয়ার মাঝে সর্বদা সুসম্পর্ক ছিলো, আছে এবং থাকবে। যে বা যারা এই সত্য কথাটি উপলব্ধি করতে যত বেশি দেরি করবেন সে বা তারা তত বেশি পিছিয়ে থাকবেন। আমার দৃষ্টিতে ইসলাম ও মিডিয়া একটি অপরটির সাথে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। ইসলাম ছাড়া মিডিয়ার অস্তিত্ব এবং মিডিয়া বা প্রচার মাধ্যম ছাড়া ইসলামের পরিপূর্ণ অস্তিত্ব কল্পনা করা সম্ভব না। সুতরাং ইসলাম ও মিডিয়ার মধ্যকার গভীর সম্পর্ককে বিশেষভাবে উপলব্ধি করে আলেম-উলামাদের উচিত মিডিয়ার কাজ করার ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার সাথে এগিয়ে আসা।
১৯৯৬ সালে সিলেটের বাণী পত্রিকায় আলেম সাংবাদিক মাওলানা রশীদ আহমদের প্রথম লেখা ছাপা হয় এবং খুব অল্প সময়ের মাঝেই বিভিন্ন পত্রিকায় লেখার মাধ্যমে তার সুনাম ছড়িয়ে পড়ে। ছয় ভাইবোনের মধ্যে রশীদ আহমদ দ্বিতীয়। বৈবাহিক জীবনে তিনি এক স্ত্রী এবং তিন মেয়ে নিয়ে নিউইয়র্কে সংসার করছেন। লেখক সাংবাদিক ও সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত এই মানুষটি শান্তিময় ও সমৃদ্ধির একটি পৃথিবী গড়ার লক্ষ্যে বিভোর হয়ে কাজ করে যাচ্ছেন। স্বপ্ন তার একটি সুন্দর পৃথিবী গড়ার। একটি সুনির্মল মানবগোষ্ঠি তৈরির ইচ্ছা তার। তার কাছে জানতে চাওয়া হয়, করতে চেয়েছেন বা স্বপ্ন দেখেছেন কিন্তু এখন স্বপ্ন মাফিক কাজ করা হয়ে উঠেনি এমন কী কোনো বিষয় আপনার জীবনে আছে? তিনি বলেন, এলাকার মানুষকে নিয়ে ভাবছি, জনসেবা করার মাঝে আত্মিক শান্তি খুঁজে পাই আমি। আমার ইচ্ছা আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। —
–সুত্র-প্রিয়.কম