সিলেটবুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাঁওতালদের পুনর্বাসনে কী পদক্ষেপ নেয়া হয়েছে- জানতে চেয়েছেন হাইকোর্ট

Ruhul Amin
ফেব্রুয়ারি ১৫, ২০১৭ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উচ্ছেদকৃত সাঁওতালদের পুনর্বাসনে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

বুধবার সাঁওতালদের বিষয়ে জারি করা রুল শুনানিকালে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ  স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

 গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ৩০ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদনসহ জানাতে নির্দেশ দেয়া হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন সুপ্রকাশ দত্ত অমিত। রংপুর চিনিকলের পক্ষে শুনানি করেন এ এম মাসুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

এ বিষয়ে আইনজীবী সুপ্রকাশ দত্ত সাংবাদিকদের বলেন, গত বছরের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা ৩০ দিনের মধ্যে জানতে চেয়েছেন আদালত। এ ছাড়া রুলও জারি করেছেন। রুলে উচ্ছেদকৃত সাঁওতালদের পুনর্বাসনের কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

আদেশের আগে আদালত বলেন, “যারা উচ্ছেদ হয়েছে আমরা চাই তাদের পুনর্বাসন হোক।”

ভূমি সচিব, সমাজ কল্যাণ সচিব,শিল্পসচিব, গাইবান্ধার জেলা প্রশাসক, গাইবান্ধার পুলিশ সুপার, গোবিন্দগঞ্জের ইউএনও ও ওসিকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।