সিলেটশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে, যাত্রীদের ভোগান্তি

Ruhul Amin
ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
গতকাল রাতে উপশহর পয়েন্টে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে ঘটনায় আজ সকাল ৬টা থেকে সিলেটের পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকের অফিস-আদাল, স্কুল-কলেজে সময়মতো পৌঁছার জন্য বেগ পেতে হচ্ছে।
নগরীর প্রতিটি মুড়ে যানবাহনের জন্য অপেক্ষারত যাত্রীদের ভোগান্তি দেখা যায়।
মাদকসহ দুই শ্রমিককে ছাড়িয়ে আনার সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনার জেরে জেলা মাইক্রোবাস শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে প্রায় অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বাস-ট্রাক-মাইক্রোসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে সকালে বের হওয়া শহরের বিভিন্ন রুটের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।

সকাল থেকে সিলেটের প্রবেশদ্বারখ্যাত চন্ডিপুল, হুমায়ুন চত্বর, টুকেরবাজার, উপশহর পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন পরিবহন শ্রমিকরা।

শুক্রবার রাত ৯টার দিকে সিলেট নগরীর উপশহর পয়েন্টে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় পরিবহন শ্রমিকরা। এতে দুই পুলিশসহ অন্তত ৭ জন আহত হন। এদের মধ্যে মুশাহিদ আলী নামের ট্রাকশ্রমিককে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরে শ্রমিকদের মুক্তির দাবিতে রাত সাড়ে ১১টার দিকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় মাইক্রোবাস শ্রমিকরা।