সিলেটসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‘বঙ্গবন্ধুর মেয়ে তুমি শেখ হাসিনা’র প্রকাশনা

Ruhul Amin
ফেব্রুয়ারি ২০, ২০১৭ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, গীতি কবিতা মানুষের মনের খোরাক, কবিতা মন ও দেহকে সুস্থ রাখে। স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের যুদ্ধে উৎসাহিত করতে গীতি কবিতার অবদান অনস্বীকার্য। কবিরা তাদের লেখনির মাধ্যমে যুদ্ধ করে গেছেন। তিনি আরো বলেন, তরুণ লেখক অমিতাভ চক্রবর্ত্তী লেখনির মাধ্যমে এক দিন দেশে-বিদেশে বাংলাদেশর মুখ আরো উজ্জল করবে।

তিনি  ১৯ ফেব্রুয়ারী রোববার একুশে বই মেলায় ঢাকা সরোওয়ার্দী উদ্যানে তরুণ লেখক অমিতাভ চক্রবর্ত্তীর লেখা গীতি কবিতার বই “বঙ্গবন্ধুর মেয়ে তুমি শেখ হাসিনা” এর প্রকাশনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহারিয়ার কবির, বিদ্যুৎ ও জ¦ালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। লেখক অমিতাভ চক্রবর্ত্তীর সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি বাহাদুর বেপারী, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের উপাধ্যক্ষ ড. এডভোকেট শহীদুল ইসলাম শহীদ, বাংলা একাডেমির সহকারী পরিচালক সাইমন জাকারিয়া, মোটিভেটর ও লেখক ড. আলমাসুর রহমান।

বইটির প্রধান পৃষ্ঠপোষক সিলেট মহানগর আওয়ামীলীগে যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সম্পাদকবৃন্দ রনদ্বীপ চৌধুরী ও অপু কান্তি দেব রায়, সার্বিক সহযোগিতায় প্রাণেশ গোয়ালা, রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, বিকাশ বিশ^াস, শোভন রায়, গোপেশ দাস, বাপন রায়, উজ্জ্বল দাস, শুভ সিকদার, স্বপন কুমার আচার্য্য, বাপ্পি চক্রবর্ত্তী, তনয় চক্রবর্ত্তী, তন্ময় চক্রবর্ত্তী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দকে ‘বঙ্গবন্ধুর মেয়ে তুমি শেখ হাসিনা’ গীতি কবিতার বইটি উপহার দেন বইয়ের লেখক অমিতাভ চক্রবর্ত্তী।