সিলেটমঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বর্ণমালার বর্ণাঢ্য মিছিল

Ruhul Amin
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটরিপোর্ট: সবার হাতে বর্ণমালা। সূর্যোদয়ের সাথে সাথে নগ্ন পায়ে এগিয়ে যাচ্ছে তারা। গন্তব্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। সেখানে বায়ান্নর ভাষা আন্দলনের বীর শহীদের ফুলেল শ্রদ্ধা জানাতেই যাচ্ছেন তারা। ফাগুনের ভারি বর্ষণের মধ্যে ও  অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূত, কণ্ঠে ছিল ভাষা শহীদদের গান।

প্রতি বছরের মত শ্রুতি সিলেট এবারো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট নগরীতে বর্ণমালার মিছিল বের করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বর্ণমালার মিছিলের পরপরই সেখঅনে অনুষ্ঠিত হয় একুশের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর আগে বর্ণমালার মিছিলের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রুতি সিলেটের সদস্য সচিব সুকান্ত গুপ্ত, অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, ব্যারিস্টার আরশ আলী, শ্রুতি সিলেটের সমন্বয়ক সুমন্ত গুপ্ত।

একুশ আমাদের গর্ব, একুশ আমাদের অহঙ্কার। আজ বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বাংলা ভাষা পৌঁছে যাচ্ছে বহিঃর্বিশ্বে বাড়ছে বাংলা ভাষার চর্চা । বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষা কে নিয়ে হচ্ছে গবেষণা। বাংলা ভাষা আজ বিশ্বের দরবারে সমাদৃত। কিন্তু এখন বাংলা ভাষা বাংলাদেশে সর্বস্তরে প্রচলিত হয়নি। তাই আয়োজকরা সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের দাবি জানিয়েছেন।