সিলেটমঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

এমপি লিটন হত্যা মামলায় সাবেক এমপি আটক !

Ruhul Amin
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আততায়ীদের গুলিতে নিহত গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জাতীয় পার্টির (এরশাদ) সাবেক এমপি কর্নেল (অব.) এ কাদের খানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া জেলা শহরের কাদের খানের মালিকানাধীন গরীব শাহ ক্লিনিক থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, লিটন হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে কর্নেল কাদের খানকে আটক করা হয়েছে। তাকে সুন্দরগঞ্জ থানায় আনা হচ্ছে।

এর আগে, ১৭ ফেব্রুয়ারি ভোর থেকে বগুড়া শহরের মোহাম্মদ আলী হাসপাতালের পূর্ব পাশে অবস্থিত এ কাদের খানের মালিকানাধী ‘গরীব শাহ ক্লিনিক’ ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চার তলা ভবনের ক্লিনিকের ওপর তলায় পরিবার নিয়ে থাকেন কাদের খান।

গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ জানান, ওপরের নির্দেশে গাইবান্ধা ও বগুড়া পুলিশ কর্নেল কাদের খানের ক্লিনিকটি পাঁচদিন নজরদারিতে রাখে। এরপর লিটন হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে বিকেলে তাকে আটক করা হয়। তাকে সুন্দরগঞ্জ থানায় আনা হচ্ছে বলেও জানান তিনি।