সিলেট রিপোর্ট: আল খলীল এডুকেশন এন্ড কালচারাল সেন্টার এর উদ্যোগে ও বরুনা মাদরাসার ব্যবস্থাপনায় ফ্রি আই ক্যাম্প ( ফ্রি চক্ষু চিকিৎসা) বরুনা মাদরাসা মায়দানে ২২ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯ টা হতে অনুষ্টিত হবে । অনুষ্টান বাস্তবায়নের মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় আল খলীল কার্যালয়ে এক জরুরী পরামর্শ বৈঠক অনুষ্টিত হয়। উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ নুরে আলম হামিদী, শিক্ষা সচিব মাওলানা রশিদ আহমদ হামিদী, সহ শিক্ষা সচিব মাওলানা শফিউল আলম, মাওলানা হিলাল আহমদ, মাওলানা সাইফুর রহমান, মাওলানা আব্দুল গফুর, মাওলানা হাফিজ আব্দুল বাসিত, মাওলানা হিফজুর রহমান ফুয়াদ, হাফিজ মিসবাহ উদ্দিন যোবায়ের, মাওলানা আনহার উদ্দিন, মাওলানা আবুল হোসেন প্রমুখ। আল খলীলের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা শেখ বদরুল আলম হামিদীর নির্দেশনায় উস্তাযদের মধ্যে কর্মবন্টন করা হয়। এলাকার ৫০০ লোকের ফ্রি চিকিৎসা দিয়ে বাচাইকৃত ৭০ জন নারী পুরু্ষের চোখের ছানী অপারেশন করা হবে।