সিলেট ১৫ই মে, ২০২২ ইং | ১লা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
ডেস্ক রিপোর্ট: ভারতে প্লেনে নারী ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা নতুন নয়। এবার দেশটির মুম্বাই-নাগপুর রুটের একটি ফ্লাইটে দুই এয়ার হোস্টেসের শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ২৩ বছর বয়সী আকাশ গুপ্ত নামে এক তরুণ যাত্রীর বিরুদ্ধে এ শ্লীলতাহানির অভিযোগ উঠে।
ওই তরুণ হার্ডওয়্যার ব্যবসায়ী। সম্প্রতি যাত্রী হয়ে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ভ্রমণের সময় মাতাল অবস্থায় দুই এয়ারহোস্টেসের শ্লীলতাহানি ঘটান তিনি। ওই দুই এয়ার হোস্টেস ফ্লাইটটির পাইলটের কাছে লিখিত অভিযোগ করলে এ তথ্য জানা যায়।
এ ঘটনায় অভিযুক্ত আকাশ গুপ্তকে গ্রেফতার করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান ফ্লাইটের ক্যাপ্টেন গোপাল সিং মোহন সিং।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com