সিলেটমঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দুই ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি

Ruhul Amin
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে দুই ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করবে বিএনপি। আজ নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। সংবাদ সম্মেলনে রিজভী জানান, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী অবস্থান প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
আজ কয়েকটি রাজনৈতিক সংগঠনের ডাকা হরতালকে কেন্দ্র করে শাহবাগে হরতাল সমর্থকদের ওপর পুলিশ বেপরোয়া লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান থেকে গরম পানি নিক্ষেপের ঘটনায়র নিন্দা জানান রিজভী। রিজভী বলেন, সরকারের এ আচরণ প্রমাণ করে জনস্বার্থ সংশ্লিষ্ট সামান্য প্রতিবাদও সরকার সহ্য করতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে পুলিশের এধরণের ন্যাক্কারজনক আচরণের তীব্র ধিক্কার, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, সরকারের জবাবদিহিতা না থাকলে ক্ষমতাসীনদের বেপরোয়া সিদ্ধান্তে জনজীবনে এক দুর্বিষহ অনিশ্চয়তা বিরাজ করবে। যেহেতু প্রতিবাদী কন্ঠকে ফাঁসির দড়িতে চেপে রাখা হয়, সেহেতু যেকোন গণবিরোধী সিদ্ধান্ত নিতে গণবিচ্ছিন্ন সরকার পিছপা থাকে না। সম্প্রতি গ্যাসের সীমাহীন মূল্যবৃদ্ধি সরকারের অগণতান্ত্রিক একগুঁয়ে দানবীয় আচরণেরই বহি:প্রকাশ। এই সরকার জনগণকে খোয়াড়ের প্রাণী মনে করে বলেই জনগনের ইচ্ছাকে অগ্রাহ্য করতে দ্বিধা করে না। ক্ষমতাসীন হওয়ার পর থেকে এই সরকার গ্যাসের পাঁচগুণ মূল্য বৃদ্ধি করেছে। রিজভী অভিযোগ করেন, সত্যিকার অর্থে লুটপাটের মহৌৎসবে মেতে উঠে সরকার এখন বোবাকালা হয়ে গেছে। চারিদিকে যে এতো সঙ্কট, এতো অত্যাচার, লুন্ঠন, চাঁদাবাজী আর দু:শাসন চলছে সেদিকে কর্ণপাত করার সুযোগ বর্তমান শাসকগোষ্ঠীর নেই। আসলেই ভয়াবহ দু:শাসন ও লুন্ঠনে জবাবদিহিতা না থাকার কারনে পুরো দেশ এখন টালমাটাল অবস্থায় নিমজিÍত। কোথাও কোন নিয়ন্ত্রণ নেই।