সিলেট ১৬ই মে, ২০২২ ইং | ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৭
এদিকে সংঘর্ষের পর গ্রেফতার এড়াতে গ্রাম্যশুন্য দক্ষিণ কালনীচর ও উত্তর কালনীরচর সহ পাশ্ববর্তী এলাকার পুরুষরা ।
মঙ্গলবার নিহত সাইফুলের মা সেলিনা বেগম ওসামানীনগর থানায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দু’শতাধিক ব্যাক্তিকে আসামী করে মামলা করেন।
সংঘর্ষে আহতদের অনেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন ও পুলিশি টহল বাড়ানো হয়েছে।
সোমবার ওসমানীনগরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটের রেঞ্জ পুলিশ সুপার (এসপি) নূরুল হক, অতিরিক্ত পুিলশ সুপার ওসমানীনগর সার্কেল কবির আহমদ ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পরিদর্শনকালে ঘটনাস্থল বাংলাবাজার ওকাননিচর বাজারের ব্যবসায়ীদেরকে দোকানপাট খোলার নির্দেশ দেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল আউয়াল চৌধুরী মামলা দায়ের বিষয় নিশ্চিত করে জনানা, এলাকার পরিস্থিতি এখন শান্ত। অপ্রতিকর কোন পরিস্থিতি মোকাবেলা করতে অতিরিক্ত পুলিশি টহল বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, রোববার উত্তর কালনীরচন ও দক্ষিণ কালনিরচরের লোকজনের রক্তক্ষয়ী সংঘর্ষে কিশোর সাইফুল ও সবজি ব্যবসায়ী সুহেল আহমদ(২০) নিহত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com