সিলেটবুধবার , ১ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

এবার ফসলের কিছু হলে কৃষক ও হাওরবাসী কাউকে ছাড়বে না – এমপি রতন

Ruhul Amin
মার্চ ১, ২০১৭ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

Image result for এমপি মোয়াজ্জেম হোসেন রতন

মোঃ আবুল কালাম জাকারিয়া:  মঙ্গলবার দুপুরে ধর্মপাশা, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ দেখতে গিয়ে পাউবো কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, পিআইসি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সামনে ক্ষোভ প্রকাশ করে সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন,‘ পাউবোর গাফিলতির কারণেই বাঁধ নির্মাণ কাজের গতি কম।’ এ সময় তিনি আরো বলেন, বাঁধ নির্মাণ কাজের সঙ্গে জড়িত পাউবোর কর্মকর্তা ও প্রকৌশলীদের এখন হাওর এলাকায় থাকতে হবে এবং কাজের জন্য প্রয়োজনীয় অর্থ ছাড় দিতে হবে। বাঁধ নিয়ে হাওরের বোরো ফসলের কিছু হলে হাওরবাসী এবার কাউকে ছাড়বে না। নির্বাচনী এলাকার বিভিন্ন হাওরের বাঁধ দেখতে যাওয়ার সময় বিভিন্ন পেশা শ্রেণীর লোক তাঁর সঙ্গে ছিলেন। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী, পাউবোর উপ সহকারী প্রকৌশলী শাহ আলম, তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর, জামালগঞ্জ থানার ওসি আবুল হাসেম, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম কুমার তালুকদার, শ্রীপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান বিশ্বজিত সরকার, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সস্পাদক হাফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জু মুখার্জি , তাহিরপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন, শ্রীপুর দক্ষিণ ইউপি সদস্য মিয়া হোসেন গোলাম সরোয়ার ডালিম,সিরাজুল ইসলামসহ হাওরপাড়ের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।