সিলেটবৃহস্পতিবার , ২ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ছালিম কাসেমীর পক্ষে সৈয়দপুরবাসী ঐক্যবদ্ধ

Ruhul Amin
মার্চ ২, ২০১৭ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম সৈয়দপুরের সর্বস্থরের জনগন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ আলেম মাওলানা সৈয়দ ছালিম কাসেমীর পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। তারা খেজুর গাছ প্রতীকে মাওলানা সৈয়দ ছালিম কাসেমীকে বিজয়ী দেখতে চান।জানাগেছে, গতকাল বুধবার সকাল ১১ ঘটিকায় ঐতিহাসিক সৈয়দপুর বড়গোল ময়দানে যুক্তরাজ্য প্রবাসি কমিউনিটি নেতা সৈয়দ খালিদ মিয়া ওয়ালিদের সভাপতিত্বে গ্রামবাসীর এক গনজমায়েত অনুষ্টিত হয় ।এতে বক্তব্য রাখেন গ্রামের শীর্ষস্থানীয় সকল মুরুব্বীয়ানে কেরামগন । সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবুল হাসান তার বক্তব্যে বলেন দল মতের উর্ধে উঠে গ্রামের স্বার্থে মাওলানা ছালীম ক্বাসেমীকে বিজয়ী করতে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ।  জমিয়ত নেতা মুরুব্বী মাও হাফিজ সৈয়দ শামীম আহমদ তার বক্তব্যের এক পর্যায়ে বলেন সৈয়দপুর বাসী যেহেতু একক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হতে পেরেছেন তখন আর পিছনে ফিরে চাওয়ার সুযোগ নেই । গ্রামের সম্মান রাখতে আমরা ছালীম কাসেমীকে বিজয়ী করতেই হবে । বি এন পি নেতা সৈয়দ মুসাব্বীর ও এতে বক্তব্য রাখেন । উক্ত অনুষ্টানে বক্তাগন ছালীম কাসেমীকে বিজয়ী করতে
সকলেই দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন । অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন,  সৈয়দ আব্দুর রকীব, মুহা, আব্দুল কাইয়ূম, সৈয়দ খইরুল ইসলাম, আবুল হাসান, সাবেক চেয়ারম্যান, জনাব সৈয়দ নুরুল ইসলাম,মাও, সৈয়দ আবু আলি সাহেব,মাও, সৈয়দ শামিম আহমদ সাহেব
জনাব সৈয়দ শিলা মিয়া সাবেক প্যানেল চেয়ারম্যান
জনাব সৈয়দ মুসাব্বির আহমদ
জনাব সালেহ আহমদ সাহেব
মাও, মিজানুল ইসলাম সাহেব
মাও, সৈয়দ মুনসিফ আলি সাহেব
মাও, সৈয়দ তহুর আহমদ সাহেব
জনাব হা, আব্দুর রশীদ এছাড়াও আরো গম্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Image may contain: one or more people and outdoor
Image may contain: one or more people, crowd and outdoor
Image may contain: one or more people, people standing, wedding, child and outdoor
Image may contain: 2 people, people standing and outdoor