সিলেটশুক্রবার , ৩ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় মাদক ধ্বংস

Ruhul Amin
মার্চ ৩, ২০১৭ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  হবিগঞ্জের সীমান্ত এলাকা থেকে আটক করা ৩ কোটি ৩৮ লাখ ১৮ হাজার ৩৮০ টাকার মাদক ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বিজিবি শ্রীমঙ্গল সেক্টরে এসব মাদক ধ্বংস করা হয়। মাদক ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন বিজিবি মহাপরিচালক মে. জেনারেল আবুল হোসেন। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার, শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল মো. আশরাফুল ইসলাম, ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আনিছুজ্জামান প্রমূখ। বিজিবি জানায়, গত এক বছরে হবিগঞ্জ জেলার সীমান্ত অধ্যূষিত মাধবপুর ও চুনারুঘাট উপজেলা থেকে অভিযান চালিয়ে ২১ হাজার ১৪ বোতল ভারতীয় মদ, ৩৩০ লিটার চোলাই মদ, ইয়াবা ৬ হাজার ৭০৩ পিস, বিভিন্ন ট্যাবলেট ৬ হাজার ১১৪ পিস, গাঁজা ৯৩২ কেজি উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ৩ কোটি ৩৮ লাখ ১৮ হাজার ৩৮০ টাকা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক জানান, মাদক পাচারে যারা জড়িত তারা যদি ফিরে এসে আত্মসমর্পন করে তবে তাদের পূণর্বাসনের ব্যবস্থা সরকার করবে। মাদক কারো একার পক্ষে দূর করা সম্ভব নয়। এজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রধান অতিথি উপাধ্যক্ষ আব্দুস শহীদ জানান, মাদক নিয়ন্ত্রনে কঠোর আইন রয়েছে। মাদক পাচার বা বিক্রির সাথে যারা জড়িত তাদের ধরতে সকলকে সহযোগিতা করতে হবে। তবেই আইনের মাধ্যমে তাদের সাজার ব্যবস্থা করা সম্ভব।