সিলেটসোমবার , ৬ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে জাল ভোট দেয়ার চেষ্টাকালে আটক ৫

Ruhul Amin
মার্চ ৬, ২০১৭ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৮৭টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। বেশিরভাগ কেন্দ্রের ভোটারের উপস্থিতি ছিল কম। সর্বশেষ ভোট গণনার কাজ চলছে।
এদিকে, উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সরকার দলের পক্ষে জাল ভোট দেয়ার চেষ্টা করলে উত্তেজনা দেখা দেয়। পরে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান বিষয়টি প্রশাসনকে জানালে ভোটকেন্দ্র থেকে ৫ জনকে আটক করে পুলিশ।
আটকের খবরের সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।
৮ বছর পরে অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর পাশাপাশি  স্বতন্ত্র একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া  তিনজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এযাবত গননার দিকদিয়ে চেয়ারম্যানপদে ধানের শীষ ও ভাইস চেয়ারম্যানপদে খেজুর গাছ এগিয়ে রয়েছে।