সিলেটরবিবার , ১২ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কেমুসাস’র ৭ম শেকড়ের সন্ধানে অভিযাত্রা সম্পন্ন

Ruhul Amin
মার্চ ১২, ২০১৭ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

কেমুসাস’র ৭ম শেকড়ের সন্ধানে অভিযাত্রা সম্পন্ন

সিলেট রিপোর্ট: ইতিহাস ঐতিহ্যকে জানার তাগিদে কেন্দ্রীয় মুসলিম সহিত্য সংসদ সিলেট ৭ম বারের মতো আয়োজন করে শেকড়ের সন্ধানে অভিযাত্রা। দেশের ইতিহাস ঐতিহ্যকে সমৃদ্ধ করতে যারা ত্যাগ স্বীকার করেছেন, অবদান রেখেছেন সেই মহান ব্যক্তিদের জন্মভূমি, তাঁদের স্মৃতি বিজড়িত এলাকা পরিদর্শনের অংশ হিসেবেই ‘শেকড়ের সন্ধানে অভিযাত্রা’ শীর্ষক সপ্তমবারের মতো এ কর্মসূচি গত ১১মার্চ শনিবার জগন্নাথপুর উপজেলায় পরিচালিত হয়। প্রায় দুই শতাধিক কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবি জগন্নাথপুরে মরমি কবি সৈয়দ শাহনূরের একসময়ের বসতভিটা, সাধক কবি রাধারমনের সমাধিস্থল, মরমিকবি পীর মজির উদ্দিন, মরমি কবি সৈয়দ আসহর আলীসহ অসংখ্য কৃতীজনের স্মৃতিস্থল পরিদর্শন করেন। খানিকটা দূর্যোগপুর্ন আবহাওয়ার মধ্যে অভিযাত্রীদল কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাংগন থেকে অভিযাত্রার সূচনা করেন। সাহিত্য সংসদের সহসভাপতি আ ন ম শফিকুল হক আনুষ্ঠানিকভাবে কর্মসূচীর উদ্বোধন করে বলেন, আমাদেরকে নিজের ইতিহাস ঐতিহ্য জেনে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে। কারন আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসই আমাদেরকে দৃপ্তপদে এগিয়ে যেতে প্রেরণা যোগাবে। শেকড়ের সন্ধানে অভিযাত্রা কমিটির আহবায়ক ও সংসদের সহ সভাপতি সেলিম আউয়ালের পরিচালনায় উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন সংসদের সাধারণ সম্পাদক প্রভাষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।
অভিযাত্রার শুরুতেই কবি সাহিত্যিকরা জগন্নাথপুর উপজেলার কেশবপুরে অসংখ্য গানের রচয়িতা সাধক কবি রাধারমণের সমাধিস্থল, তার স্মৃতিবিজড়িত বাড়ি পরিদর্শন করেন। সেখানে তাঁর বংশধর কেউ বসবাস না করলেও যারা আছেন তারা সবাই পুরুষানুক্রমে রাধারমণের ভক্ত। দুশোরও বেশী কবি সাহিত্যিকের এই কাফেলাকে দেখে তারা অভিভূত হয়ে পড়েন। রাধারমনের সমাধিস্থলে রাধারমনের পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন গল্পকার সেলিম আউয়াল। পরে অভিযাত্রীদলের পÿ থেকে বক্তব্য রাখেন সংসদের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান এ এইচ এম মাহমুদ রাজা চৌধুরী, প্রবাসী কবি মনোয়ারা শাহনূর বুলি। রাধারমনের গান পরিবেশন করেন শিল্পী সৈয়দ মাহবুব এলাহী। রাধারমণের বাড়ি পরিদর্শনের পর অভিযাত্রীরা বিশিষ্ট কবি ও শিÿাবিদ কর্নেল(অব) সৈয়দ আলী আহমদের আতিথেয়তা গ্রহণ করেন। তাঁর বাড়িতে মধ্যাহ্নভোজ সম্পন্ন হবার পর অভিযাত্রীরা মরমি সাধক কবি সৈয়দ আসহর আলীর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী চৌধুরীবাড়ি পরিদশণ করেন। এই বাড়ির কৃতিসন্তানদের পরিচিতি তুলে ধরেন সংসদের সহসভাপতি কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.)। অভিযাত্রীদল তাদের পরবর্তী গন্তব্য মরমি কবি পীর মজির উদ্দিনের স্মৃতি বিজড়িত বাড়ি পীরমঞ্জিলে এক আলোচনাসভায় মিলিত হন। অভিযাত্রীদলকে স্বাগত জানান পীর মজির উদ্দিনের নাতি আহমদ কুতুব। পীরমঞ্জিলে সংসদের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সেলিম আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় পীর মজির উদ্দিনের পরিচিতি তুলে ধরেন কবির উত্তরসূরী সংসদের সহ সাধারণ সম্পাদক সৈয়দ মবনু এবং আলোচনায় অংশ নেন সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, গবেষক রুহুল ফারুক এবং পরিবারের পÿ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আহমদ কুতুব। সভাশেষে মোনাজাত পরিচালনা করেন সংসদের কার্যকরীপরিষদ সদস্য মাওলানা ফজলুল করিম আজাদ। অনুষ্ঠানশেষে স্থানীয় শিল্পীরা পীর মজিরউদ্দিনের গান পরিবেশন করেন। সবশেষে মরমীকবি সৈয়দ শাহনূরের একসময়ের বসতস্থল পরিদর্শন এবং বর্তমানে বসতস্থলে বসবাসকারী উত্তরসূরীদের সাথে মতবিনিময়ের মাধ্যমে অভিযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়। পরিদর্শনে অংশগ্রহণকারীদে মধ্যে অন্যতম ছিলেন প্রবীণ গবেষক আতিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী, কবি কালাম আজাদ, সংসদের সহসভাপতি মুহম্মদ বশিরুদ্দিন, দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদার, গল্পকার জামান মাহবুব, কবি মুহিত চৌধুরী, এডভোকেট কামাল তৈয়ব, কবি শফিকুর রহমান চৌধুরী, সিলেটের ডাক-এর সাহিত্য সম্পাদক এডভোকেট আবদুল মুকিত অপি, ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, জাহেদুর রহমান চৌধুরী, শাহিদা বেগম, মইনুল হক চৌধুরী, বেলাল আহমদ চৌধুরী, আবদুস সামাদ নজরুল, হারান কান্তি সেন, আবুল কালাম আজাদ ছোটন, প্রভাষক নাজমুল আনসারী, সাহেদ হোসাইন, ইসমত হানিফা চৌধুরী, কামরুল আলম, বায়েজিদ মাহমুদ ফয়সল, এডভোকে চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট আবদুল মালিক, রেনুফা রাখী, ইশরাক জাহান জেলি, মোশতাক চৌধুরী, সোলায়মান আল মাহমুদ, আমিনা শহীদ চৌধুরী মান্না, সৈয়দ মোজাম্মিল উদ্দিন, আলেয়া রহমান, নাঈমা চৌধুরী, আফিয়া সুলতানা, মাহফুজ আহমদ চৌধুরী, নাজমুল হক চৌধুরী, তাসলিমা খানম বীথি, মামুন হোসেন বেলাল, আলহাজ্ব এ এইচ এম মঈন উদ্দিন, মো. ফয়জুল হক, এম শহীদুজ্জামান চৌধুরী, কাওসার ইমরান, বাশিরুল আমিন, ফায়যুর রহমান,আব্দুল বাছিত, ইয়াকুভ শরীফ. সৈয়দ মুজাদ্দিদ প্রমুখ।