সিলেটসোমবার , ১৩ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটসহ সারা দেশে রেল যোগাযোগ বন্ধ

Ruhul Amin
মার্চ ১৩, ২০১৭ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

Image result for রেল

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মালিবাগ রেল লাইনের ওপর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের পিলার ধসে পড়ার কারণে ঢাকার সাথে সিলেটসহ সারা দেশের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে।

সোমবার ভোর রাত ৪টার দিকে ঢাকা রেল স্টেশরের ম্যানেজারের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তিনি এ তথ্য জানা যায়। তবে রেল লাইনের ওপর পড়া অংশটুকু সড়িয়ে নেয়া হলে ট্রেন চলাচল পুনারয় চালু হবে বলে তিনি জানিয়েছেন।

এদিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানিয়েছেন, ফ্লাইওয়াবের যে অংশ ভেঙে রেলে লাইনের ওপর পড়েছে সেটা সরানোর জন্য তিনটি ইউনিট কাজ করছে।

ঘটনাস্থল থেকে একটি বেসরকারি টেলিভিশনের স্টাফ রিপোর্টার শরিফ ইমতিয়াজ জানান, ফ্লাইওভাবেরর ভিমের একটি অংশ ভেঙে রেল লাইনের ওপর পড়েছে। সেখানে থেকে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়াও ফায়ার সার্ভিসের কর্মীরা সেটা সরাতে কাজ করছেন বলে জানান তিনি।
এর আগে রবিবার রাত আড়াইটার দিকে রাজধানীর মালিবাগে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের পিলার ক্রেন দিয়ে তোলার সময় ছিঁড়ে রেললাইনের ওপর পড়ে যায়। এতে একজন নিহত হয়েছেন।