সিলেটসোমবার , ১৩ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মেয়রের পদ ফিরে পেলেন আরিফুল হক চৌধুরী

Ruhul Amin
মার্চ ১৩, ২০১৭ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র পদ ফিরে পেয়েছেন আরিফুল হক চৌধুরী। তার সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আজ ১৩ মার্চ সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে মেয়র পদে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ আদেশের ফলে আরিফুল হক চৌধুরীর মেয়র হিসেবে দায়িত্ব পালনে আর কোন বাধা থাকছে না। আজ আদালতে আরিফের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মঈনুল হোসেন। তার সাথে ছিলেন ব্যারিস্টার আবদুল হালিম কাফি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
গতকাল রবিবার বরখাস্তের আদেশকে চ্যালেঞ্জ করে আরিফের রিট আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন হাইকোর্ট।
প্রসঙ্গত, কিবরিয়া হত্যা মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জের একটি আদালতে আত্মসমর্পণ করেন আরিফুল হক চৌধুরী। আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। এরপর ২০১৫ সালের ৭ জানুয়ারি আরিফুল হক চৌধুরীকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।


আরিফুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশনের মেয়র পদ ফিরে পেয়েছেন