সিলেটমঙ্গলবার , ১৪ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বনমন্ত্রীর স্ত্রীসহ তিনজনকে আত্মসমর্পণের নির্দেশ

Ruhul Amin
মার্চ ১৪, ২০১৭ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর স্ত্রী ও দৈনিক ইত্তেফাক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের স্ত্রী নাসরিন খান, তার পুত্র ফয়সাল মোরসেদ খানের স্ত্রী শ্যামা সেহজিন খানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। নিম্ন আদালতে আত্মসমর্পণ করে তারা খালাস চাইলে তাদের আবেদনও বিবেচনা করতে বিচারিক আদালত বলেছেন আদালত।

এদিকে আওয়ামী লীগের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের স্ত্রী শাহিদা কামাল, বিএনপি নেতা রুহুল কুদ্দুস দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন, নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর স্ত্রী নাসিমা আকতার কল্পনা, এমএ কাইয়ুমের স্ত্রী শামীম আরা বেগম ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের ছেলে শামীম ইসলামের বিরুদ্ধে করা মামলা নিম্ন আদালতে চলবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ছয় মাসের মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তি করতে বলেছেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার এসব আদেশ দেন। দুদকের পক্ষে করা এক আবেদনের নিষ্পত্তি করে করে এ আদেশ দেন আপিল বিভাগ। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

দুদকের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও আমিনুল হক হেলাল।

আদালত সূত্র জানায়, ২০০৭ সালের বিগত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে এদের বিরুদ্ধে এসব মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। উচ্চ আদালতের আদেশে এসব মামলা স্থগিত ছিল। পরে দুদক এসব মামলা সচলের উদ্যোগ নেয়।

আইনজীবী এহসানুল করিম জানান, তাসমিমা হোসেন, নাসরিন খান, শ্যামা সেহজিন খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের পক্ষ থেকে করা মামলায় তাদের স্বামীরাও আসামি ছিলেন। তাদের স্বামীরাই ছিল এসব মামলার মূল আসামি। তবে তারা হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন। তাই স্ত্রীদেরও খালাসের বিষয়টি বিবেচনা করতে আদালতকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ ছাড়া বাকি আসামিদের মামলার কার্যক্রম চালবে বলেও বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আদালত।