সিলেটবৃহস্পতিবার , ১৬ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জাফলংয়ে পাথর তুলতে গিয়ে ২ শ্রমিক নিহত

Ruhul Amin
মার্চ ১৬, ২০১৭ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

Image result for পাথর তুলতে গিয়ে

সিলেট রিপোর্ট:  গোয়াইনঘাটের জাফলংয়ে গর্ত থেকে পাথর তুলতে গিয়ে মাটি চাপায় আরও দুই শ্রমিকের প্রাণহানী ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার টুকেরবাজারের মেখই মিয়ার ছেলে আকরাম হোসেন (৩৫) ও আবদুল হামিদের ছেলে লেছু মিয়া (২৫)। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীর তীরবর্তী নয়াবস্তি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এর আগে গত ৮ মার্চ জাফলংয়ে একইভাবে গর্তকরে পাথর উত্তোলন করতে গিয়ে মন্দিরবস্তি এলাকায় মাটি চাপায় আরেক শ্রমিকের মৃত্যু হয়েছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নয়াবস্তি এলাকায় বোমা মেশিন দিয়ে করা একটি গর্ত থেকে পাথর উত্তোলন করতে যায় শ্রমিকরা। এসময় উপর থেকে মাটি ধসে পড়লে চার শ্রমিক চাপা পড়েন। এর মধ্যে আকরাম ও লেছু মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন অপর দুই শ্রমিক।
দুর্ঘটনার খবর পেয়ে জাফলংয়ে ছুটে যান গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন।