সিলেটসোমবার , ২০ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরীর নেতৃত্বাধীন সিলেট মহানগর জমিয়তের কমিটি বহাল !

Ruhul Amin
মার্চ ২০, ২০১৭ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী এক নির্বাহী আদেশে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সিলেট মহানগর জমিয়তের কমিটি বিলুপ্ত ঘোষণার আদেশ স্থগিত করেছেন। আজ সোমবার (২০ মার্চ) জমিয়ত সভাপতি আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
মাওলানা আলী নুর কর্তৃক সিলেট রিপোর্ট-এ  প্রেরিত বার্তায় দলের কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত একপত্রে সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আলী নূর-কে বর্তমান কমিটির কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করেন। পত্রে আল্লামা ইমামবাড়ী বলেন, অদ্য হতে সিলেট মহানগর জমিয়তের সার্বিক তদারকির দায়িত্ব কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমি নিজে গ্রহণ করলাম। একই সাথে মহানগরে সৃষ্ট জটিলতা নিরসনে, সংগঠনের সার্বিক সমস্যা সমাধানে ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন। তদন্ত কমিটির সদস্যবৃন্দ হচ্ছেন যথাক্রমে কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, যুগ্ম মহাসচিব এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, কেন্দ্রীয় সদস্য- মাওলানা ইমদাদুল্লাহ (সাহেব জাদায়ে শায়েখে ইমামবাড়ী),সিলেট মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা রেজাউল করিম কাসেমী, কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ শামীম আহমদ, শাখা সহ-সভাপতি মাওলানা
মুফতী আলতাফুর রহমান, কেন্দ্রীয় সদস্য হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, শাখা সদস্য মুফতী শামসুল ইসলাম। অপর এক আদেশে  (আব্দুর রহমান সিদ্দিকীকে আহবায়ক করে গঠিত ১১ সদস্যের) সিলেট মহানগর জমিয়তের আহবায়ক কমিটির নির্দেশনা স্থগিত ঘোষণা করেন।
প্রসঙ্গত. এর আগে গত ১৬ মার্চ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা শায়খ আব্দুল মোমিন ও মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হযেছে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার অভ্যন্তরিন জটিলতা ও বর্তমান উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে দলের ভাবমূর্তি রক্ষা করতে ও ইতিহাস ঐতিহ্য ঠিকিয়ে রাখতে সিলেট মহানগর কমিটিকে ভেঙ্গে দেওয়া ছাড়া আর কোন পথ অবশিষ্ট নেই’ বলে উল্লেখ করা হয়। তাই জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর কমিটিকে বিলুপ্ত ঘোষণা করছি।’
এদিকে মাত্র ৩ দিনের ব্যবধানে স্থগিতাদেশ কেনো প্রত্যাহার করা হলো এমন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সভাপতি আল্লামা আব্দুল মোমিনের একঘনিষ্টজন সিলেট রিপোর্টকে জানান, হুজুর শারিরীক ভাবে অসুস্থ,তার নিকট বিষয়টি ভিন্ন ভাবে  উপস্থাপন করা হয়েছিলো। তিনি বিস্তারিত অবগত হয়ে সর্বশেষ সিদ্ধান্ত দিয়েছেন।’