সিলেটমঙ্গলবার , ২১ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইসলাম ধর্ম গ্রহণ করবেন ড্যারেন স্যামি?

Ruhul Amin
মার্চ ২১, ২০১৭ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:
ক্রিকেট বিশ্বে অন্য কোনো ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় সবচেয়ে আলোচিত নাম ইউসুফ ইউহানা। পাকিস্তানের এ মিডলঅর্ডার ব্যাটসম্যান ২০০৫ সালে খ্রিষ্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নাম দেন মোহাম্মদ ইউসুফ। দক্ষিণ আফ্রিকার ওয়েইন পারলেনও ইসলাম ধর্ম গ্রহণ করেন। ২০১১ সালে ধর্ম পরিবর্তন করে নতুন নাম নেন ওয়ালিদ। কিন্তু ক্রিকেটে এখনো তিনি সেই আগের নামেই পরিচিত আছেন। আর এবার আরেক ক্রিকেটার ইসলাম ধর্ম গ্রহণ করবেন বলে খবর বেরিয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে দুই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতানো অধিনায়ক ড্যারেন স্যামি। পাকিস্তান সুপার লীগের (পিএসএল) দ্বিতীয় আসরে পেশোয়ার জালমিকে শিরোপা এনে দিয়েছেন তিনি। আসরের ফাইনাল ছাড়া সব ম্যাচ হয় আরব আমিরাতে। কিন্তু শিরোপার লড়াই হয় পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। নিরাপত্তার কারণ দেখিয়ে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় পাকিস্তানে যাননি। কিন্তু সেখানে গিয়ে খেলেছেন ড্যারেন স্যামি। এমন কি তার নেতৃত্বেই শিরোপা জিতেছে পেশোয়ার। ক্লাবটির মালিক জাভেদ আফ্রিদির একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। স্যামি ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছেন, এমন ইঙ্গিতই দিলেন তিনি। এমন কি স্যামি যেন ইসলাম ধর্ম গ্রহণ করেন সেজন্য তিনি ক্লাবের সমর্থকদের কাছে দোয়া চাইলেন। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সর্বশেষ আসরে রাজশাহী কিংসের হয়ে খেলেন ওয়েস্ট ইন্ডিজের এ অলরাউন্ডার। ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে কথা বলার সময় ‘ইনশাআল্লাহ’ শব্দটাতে তিনি বেশ কয়েকবার ব্যবহার করেন। অনেকেই বিষয়টিকে মজা হিসেবে নিয়েছেন। কিন্তু এখন অনেকেই বিষয়টিতে ‘কিন্তু’ দেখছেন। ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এর খবর অনুযায়ী পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি ওই সাক্ষাৎকারে বলেন, ‘আমি দোয়া করি সে (স্যামি) যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। এ বিষয়ে তার পূর্ণ জ্ঞান আছে। এখন যেভাবে সে ইসলাম ধর্ম নিয়ে পড়াশুনা করছে তাতে মনে হয় এটা আমার অনেক বড় একটি অর্জন। আমি এবং আমার দলের সদস্যদের জন্য এটা অনেক বড় পাওয়া। সবার কাছে দোয়া চাইছি।’