সিলেটবৃহস্পতিবার , ২৩ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামালগঞ্জে পালিত হলো ইফার ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী

Ruhul Amin
মার্চ ২৩, ২০১৭ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আবুল কালাম জাকারিয়া: সারা বাংলায় একযোগে পালিত হলো ইসলামিক ফাউন্ডেশন’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী।এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন’র ইসলামি রিসোর্স সেন্টারে সকাল ১০ টা থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ২৮ মার্চ ১৯৭৫ সালে এক অধ্যাদেশে প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মাহফিল সঞ্চালনায় ছিলেন সাচনা বাজার ইসলামি রিসোর্স সেন্টারের সাধারণ কেয়ার টেকার মাওঃ আব্দুল আওয়াল।সভাপতিত্ত্ব করেন মাওঃ মতিউর রহমান। প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি রিসোর্স সেন্টার জামালগঞ্জ শাখার মডেল কেয়ার টেকার মাওঃ সিরাজুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি রিসোর্স সেন্টার  ভীমখালী শাখার সাধারণ মডেল কেয়ার টেকার ও নিকাহ রেজিষ্টার’র মোঃ আব্দুল মুকিত।উপস্থিত ছিলেন আলেম সাংবাদিক সৈয়দ শফিউল আলম,মাওঃ তাজ মাহমুদ,মাওঃ জিয়াউর রহমান,মাওঃ আলী আকবর,মাওঃ জহিরুল ইসলাম প্রমুখ।অন্যদিকে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন’র প্রাক-প্রাথমিক,সহজ কুরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষার সকল শিক্ষকবৃন্ধ।সকল বক্তারা বরেন জাতির জনক বঙ্গবন্ধু ইসলাম প্রচার ও প্রসারের জন্য প্রতিষ্ঠিত করেছিলেন ইসলামিক ফাউন্ডেশন,বিশ্ব এজতেমার জন্য বরাদ্ধ দিয়েছিলেন টঙ্গিতে সরকারী জায়গা,হজ্জ পালনের জন্য সরকারী অনুদানের ব্যবস্থা ইত্যাদি।এরই নিতিমতে ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন ভাবে ইসলামের কাজ করে যাচ্ছে,বাচ্চাদের শিক্ষাসহ বয়স্কদের শিক্ষা দিচ্ছে ও আলেন উলামাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে।তাই ইসলামিক ফাউন্ডেশনের প্রতি সকলের সু-নজর রাখতে হবে।বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন এখন সরকারী অর্থে পরিচালিত মুসলিম বিশ্বের অন্যতম একটি বৃহৎ সংস্থা হিসেবে নন্দিত।ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রে বঙ্গবন্ধু যে অসামান্য অবদান রেখেছেন এ জন্য জাতি তাঁর কাছে চির কৃতজ্ঞ।মোনাজাত শেষে জামালগঞ্জের প্রধান প্রধান সড়কে র্যালী করা হয়।