সিলেটশনিবার , ২৫ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দরবস্ত আল মনসূর মাদরাসায় পুরস্কার বিতরণী সভা

Ruhul Amin
মার্চ ২৫, ২০১৭ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জৈন্তাপুরের দরবস্ত আল মনসূর মাদরাসা দেওবন্দি আদলে অগ্রসরমান একটি শিক্ষা প্রতিষ্ঠান ৷  ২৫মার্চ শনিবার মাদরাসাটিতে ছিলো এক ব্যতিক্রমী আয়োজন ৷ হিফজুল কুরআন প্রতিযোগিতা -২০১৭, মাদরাসার পরিচালকের উস্তাদগণের মূল্যায়ন ও বিশিষ্টজনের সম্মাননা অনুষ্ঠান ৷ মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত বিজয়ীদের পুরস্কার বিতরণী, মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা আব্দুল্লাহ দরবস্তীর সম্মানিত উস্তাদদের মূল্যায়ন ও বিশিষ্টজনের সম্মাননা অনুষ্ঠান। মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা মুঈন উদ্দীন এর সভাপতিত্বে, শিক্ষক মাওলানা শিহাব উদ্দীন দরবস্তী ও হাফেজ জয়নুল আবেদীন ডালিমের যৌথ পরিচালনায় সুচিত ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুল হাদীস মদীনাতুল উলুম খরিলহাট মাদরাসার মুহতামিম, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার সহ-সভাপতি শায়েখ মাওলানা হাবিবুর রহমান দরবস্তী। টেলিকনফারেন্সে প্রবাস থেকে বক্তব্য প্রদান করেন মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল্লাহ দরবস্তী। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সহকারী পরিচালক হাফেজ তাজুল ইসলাম। মাদরাসার পরিচিতি তুলে ধরেন শিক্ষাসচিব মাওলানা মুনির উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে শায়েখ মাওলানা হাবিবুর রহমান বলেন-শিক্ষাহীন মানুষের মূল্যহীন জিনিষের মতো ৷ আমাদের ছেলে মেয়েকে সুশিক্ষার মাধ্যমে গড়ে তুলতে হবে ৷ সুশিক্ষা তথা দ্বীনী শিক্ষার সে কাজটি নিরলসভাবে চালিয়ে যাচ্ছে কওমী মাদরাসা সমূহ ৷ তিনি দরবস্ত আল মনসূর মাদরাসা ও মাদরাসার পরিচালকে ভূয়সী প্রসংশা করে বলেন- ছাত্রদের জন্য উস্তাদের খেদমত করা একটা নেয়ামত ৷ এই মাদরাসার পরিচালক তাঁর উস্তাদগণের সম্মাননা প্রদান করে একটি মহৎকর্ম সম্পাদন করলেন ৷ আমরা এ দ্বীনী প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করছি ৷ শিক্ষকগণের মধ্যে ৮জন উস্তাদ, যথাক্রমে- হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা সিদ্দিক আহমদ, হাফেজ মাওলানা আব্দুল হাফিজ, হাফেজ আব্দুল হাসিব, হাফেজ জহির উদ্দিন, হাফেজ মঈনুদ্দিন, হাফেজ শরিফ হোসাইন, মরহুম হাফেজ মুজিবুর রহমান (তাঁর পক্ষে সম্মাননা গ্রহন করেন তদীয় পুত্র), মুল্যায়ন করা হয় ৷ বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা রফিক আহমদ, ইউসুফ আলী, মাস্টার আতাউর রহমান, মাওলানা মুসলিম আলী, শফিকুর রহমান, মাস্টার মুফিজ আহমদ, আলহাজ্ব শাব্বির আহমদ, আব্দুল হক, আলহাজ্ব নূরুল আমীন, নূরুল হক, মাওলানা কবির আহমদ। হিফজ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফিজ শরীফ উদ্দীন, হাফিজ রিয়াজ উদ্দীন ও হাফিজ মাওলানা আব্দুল হাই দরবস্তী, হাফিজ মাওলানা মুঈন উদ্দীন, জামাল আহমদ । প্রতিযোগিতার ফাইনালপর্বে পাঁচপারা গ্রুপে প্রথমস্থান অধিকার করেন আশরাফুল ইসলাম, দ্বিতীয় স্থান মো. আবু সুফিয়ান ও তৃতীয় স্থান অধিকার করেন তানভীরুল ইসলাম তাওহীদ ৷ দশপারা গ্রুপে প্রথম স্থান আব্দুল্লাহ মাসউদ, দ্বিতীয়স্থান সালেহ আহমদ ও তৃতীয়স্থান অধিকার করেন নুমান আহমদ। পনেরোপারা গ্রুপে প্রথমস্থান কবির আহমদ, দ্বিতীয়স্থান আজমল হুসাইন ও তৃতীয়স্থান অধিকার করে মিসবাহুর রহমান। বিশপারা গ্রুপে প্রথমস্থান আব্দুর রহমান দ্বিতীয়স্থান গোলাম কিবরিয়া ও তৃতীয়স্থান অধিকার করেন রেজওয়ানুল করীম। ত্রিশপারা গ্রুপে প্রথমস্থান হাফিজ আতিকুর রহমান, দ্বিতীয় স্থান হাফিজ আইমান হুসাইন সাব্বির ও তৃতীয় স্থান অধিকার করেন হাফিজ জাকারিয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক মাওলানা সুনাওর আলী, মাওলানা হিলাল আহমদ, মাওলানা রফিক আহমদ, মাস্টার উসমান, মাওলানা সুলাইমান, মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা আবুল কালাম সাহেব, মাওলানা দেলওয়ার হুসাইন, হাফিজ এহসান, হাফিজ শহিদুর রহমান, হাফিজ মাসরুর, হাফিজ মুখলিস, হাফিজ ইয়াহইয়া, সাংবাদিক শাহিদ হাতিমী ও রাসেল আহমদ মাহফুজ প্রমুখ ৷ পরে প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয় ৷