সিলেটশনিবার , ২৫ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বোমা বিস্ফোরণে নিহত ১, সিলেট জুড়ে আতংক

Ruhul Amin
মার্চ ২৫, ২০১৭ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে  ‘আতিয়া মহলের’ কাছাকাছি পাঠানপাড়া এলাকায় বিস্ফোরণে একজন মারা গেছেন। পুলিশ চেকপোস্টে বোমা হামলায় ১ জন নিহত এবং সাংবাদিকসহ ৩২ জন আহত হয়েছেন।
এই ঘটনায় সিলেটে বিরাজ করছে অজানা আতংক। শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদরাসা সংলগ্ন পুলিশ চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুইটি মোটরসাইকেলে করে হামলাকারীরা চেকপোস্টের কাছে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে মোটরসাইকেল দুইটি বিস্ফোরণের কারণে দুমড়ে-মুচড়ে যায়।

নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত ৩২ জনকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে আছেন দৈনিক মানচিত্র পত্রিকার ফটো সাংবাদিক আজমল।

ওসমানী হাসপাতালের চিকিৎসক সুবলজ্যোতি চাকমা জানিয়েছেন, আহত মোট ৩৩ জনকে হাসপাতালে নেয়ার পর একজনকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করা হয়। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। আহতদের ও হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।

উল্লেখ্য, দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে দুই দিন ধরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ‘অপারেশন টোয়াইলাইট’ নামের এ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনীর প্যারাকমান্ডো।