সিলেটসোমবার , ২৭ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান

Ruhul Amin
মার্চ ২৭, ২০১৭ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের উদ্যোগে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ জালালাবাদ কলেজের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে তৃতীয় বৃত্তি প্রদান অনুষ্ঠান গত ২৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ও সাবেক ডীন প্রফেসর ড. আ.ক.ম মাহবুবুজ্জামান। জালালাবাদ কলেজে অধ্যক্ষ প্রফেসর আব্দুল বাকী চৌধুরীর সভাপতিত্বে ও কলেজের কো-অর্ডিনেটর মুহাম্মদ আব্দুশ শাকুরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-অধ্যাপক মোহাম্মদ ঈমান আলী, সায়েম আহমদ চৌধুরী, প্রভাষক আয়েশা বেগম, প্রভাষক জান্নাতুল ফেরদৌস তিশা ও প্রভাষক সাবেরা বেগম। উপস্থিত ছিলেন মু. আবু সাঈদ, আহমেদ ফারহানা সালমা, তাহমিনা পারভীন, ফাহিমা সুলতানা চৌধুরী, আবু রায়হান, ফখরুল হোসেন, ফেরদৌস খানম, আয়েশা আক্তার, নাহিদা বেগম, আনজুমানারা আক্তার, মোঃ আব্দুল লতিফ, এবাদুর রহমান, আনিছুর রহমান, ফয়সল আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আ.ক.ম মাহবুবুজ্জামান বলেছেন, প্রবাসীরা এদেশের গর্বিত সন্তান। তারা প্রবাসে থেকেও সব সময় দেশের কথা চিন্তাভাবনা করেন। প্রবাসীদের কষ্টার্জিত অর্থে দেশের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা সহ অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় জালালাবাদ কলেজে মেধাবী ও দরিদ্র ৫ জন শিক্ষার্থীর মধ্যে ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা নিঃসন্দে প্রশংসার দাবীদার। তিনি শিক্ষাক্ষেত্রে এ ধরনের কার্যক্রমকে অব্যাহত রাখতে কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।উল্লেখ্য, বৃত্তিপ্রাপ্তরা হলো- সাদিকা সানা, শাহ ফাবিহা তাসফিম, রাবেয়া বেগম স্বপ্না, জাকিয়া বেগম, জাকির হোসেন।