সিলেটসোমবার , ২৭ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

Ruhul Amin
মার্চ ২৭, ২০১৭ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেছেন, ত্রিপুরার সাথে বাংলাদেশের গভীর, নিবিড় সম্পর্ক রয়েছে, সেটি অনেকের সহ্য হচ্ছে না।

ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের রাজ্য দপ্তরে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুখ্যমন্ত্রী এসব কথা বলেন।

মানিক সরকার বলেন, ‘বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। বাংলাদেশের প্রতিবেশী ত্রিপুরা। বাংলাদেশে কোনো কিছু হলে এর প্রভাব পড়বে ত্রিপরার ওপর। মৈত্রীর সম্পর্ক কারো কারো সহ্য হচ্ছে না।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘তাই বাংলাদেশে অস্থির পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। ত্রিপুরার সাথে বাংলাদেশের সুসম্পর্ক বিঘ্নিত করার অপপ্রয়াস চলছে। এক প্রতিবেশী স্থিতিশীল না হলে আরেক প্রতিবেশী নিশ্চিন্ত থাকতে পারে না।’

মানিক বলেন, ‘বাংলাদেশে প্রগতি, উন্নয়ন হোক এটা ভারত বরাবর চায়। সুসম্পর্ক আরও দৃঢ় হোক এটা ভারত চায়।’

দর্শকে পরিপূর্ণ টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানীদের প্রতি।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রাণ দেয়া ভারতীয় জওয়ানদের প্রতিও মুখ্যমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। দুই দেশের সম্পর্ক যাতে স্বাভাবিক থাকে তার ওপর নজর রাখতে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বাংলাদেশের সহকারী হাইকমিশনার সাখাওয়াত হাসান বক্তব্য দেন।