সিলেটবুধবার , ২৯ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাছাই পর্বে ডেকো ইয়েস কার্ড পেলো সিলেটের ১৪ হাফেজ

Ruhul Amin
মার্চ ২৯, ২০১৭ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল করিম হেলালী,সিলেট রিপোর্ট:  আর টিভি’র মাধ্যমে প্রচারিত প্রতিভার সন্ধানে হিফজুল কুরআন প্রতিযোগিতা ডেকো নিবেদিত আলোকিত কোরআন ২০১৭ এর সিলেট বিভাগীয় পর্যায়ের বাছাই পর্ব  আজ (২৯ মার্চ) বুধবার সিলেট নগরীর হাউজিং এস্টেটস্থ তাহফিজুল কোরআন ও সুন্নাহ সিলেট শাখায় অনুষ্ঠিত হয়। স্মার্ট গোল্ড মেহেদী’র সৌজন্যে ৬ষ্ঠতম আলোকিত কোরআন প্রতিযোগিতার বাছাই পর্বে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৩জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। বাছাই পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফিজ ক্বারী আবু রায়হান, মাওলানা তাসনিমুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাহফিজুল কোরআন ও সুন্নাহ সিলেট শাখার পরিচালক হাফিজ ওলিউর রহমান খান, সহকারী শিক্ষক হাফিজ আল আমীন, মাওলানা এনাম বিন সিদ্দিক, মাওলানা আলী হোসেন খান ইমন, হাফিজ আব্দুল করীম হেলালী, হাফিজ মুর্শেদ সিরাজী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আরবের অন্ধকারকে দূরীভূতি করে আলোর বিকিরণ করেছিল মহাগ্রন্থ পবিত্র আল-কুরআন। তখনকার সময় মানুষের মধ্যে যে পশুত্ব ছিল সে পশুত্ব থেকে মানুষত্ব উপহার দিয়েছে ঐশি গ্রন্থ পবিত্র কুরআন। কুরআনের আলোতে গোটা সৃষ্টি জগতকে আলোকিত করাই হচ্ছে কুরআনের মূলমন্ত্র। বিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে এদেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে সমুন্বত হয়েছে। ভবিষ্যতে এর ধারাবাহিকতা রক্ষা করতে ক্ষুদে হাফিজদের প্রতি বক্তাগণ আহবান জানান।
প্রতিযোগিতা শেষে ১৪ জন শিক্ষার্থীর হাতে ইয়েস কার্ড প্রদান করা হয়। সিলেট থেকে ইয়েস কার্ড প্রাপ্ত ১৪ জন শিক্ষার্থী জাতীয় প্রতিযোগিতা অংশ গ্রহণ করবে। ১লা রমজান থেকে প্রতিদিন বিকেল ৫টা ১৫ মিনিটের সময় আর টিভিতে তেলাওয়াত প্রচারিত হবে। অন্যান্য বছরের ন্যায় এবারও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ৩ জনকে যথাক্রমে ৩, ২ ও ১ লাখ টাকা করে পুরস্কার প্রদান করা হবে।