সিলেটবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দিরাই-শাল্লা আসনে জয়া সেন বিজয়ী, কারচুপির অভিযোগ রেজুর

Ruhul Amin
মার্চ ৩০, ২০১৭ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও প্রয়াত সুরনজিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেন গুপ্তা। বিজয়ী জয়া ৫৬ হাজার ১৭৭ ভোট বেশি পেয়েছেন রেজুর চেয়ে।
১১০ টি কেন্দ্রের মধ্যে সবক’টি কেন্দ্রের ফলাফলের মধ্যে নৌকা মার্কা নিয়ে জয়া সেন পেয়েছেন ৯৬ হাজার ৩৫৯ ভোট আর সিংহ মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী মাহবুব হোসেন রেজু পেয়েছেন ৪০ হাজার ১৮২ ভোট।
এদিকে, সন্ধ্যা ৬টায় দিরাই উপজেলা সদরে নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী মাহবুব হোসেন রেজু নির্বাচনে আওয়ামী প্রার্থীর বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ আনেন।

তিনি বলেন, নির্বাচনে বেশিরভাগ কেন্দ্রে জাল ভোট পড়লেও এ ব্যাপারে প্রশাসন ছিল নিরব।অনেক কেন্দ্র দখল করে নিয়ে টেবিল কাস্টিংয়েরও অভিযোগ আনেন তিনি। নির্বাচনের রিটানিং কর্মর্কা এসএম এজহারুল হক স্বনন্ত্র প্রার্থীর এ অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচন অবাদ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।