সিলেটশুক্রবার , ৩১ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দপুর বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন

Ruhul Amin
মার্চ ৩১, ২০১৭ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে ৩০ মার্চ বৃহস্পতিবার । ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দশম শ্রণীর ছাত্র মো: মুহিদুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার ও ৯ম শেণীর ছাত্রী আরফাতুন নাছিরা এবং ৮ম শ্রেণীর ছাত্রী আজরিন আলমকে নির্বাচন কমিশনার এর দায়িত্ব দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়। তাদের তত্তাবাদনে ১৩জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন কমিশন ১০ম শ্রেণীর ছাত্রী মোছা: জান্নাহ বেগম, সৈয়দ রাকিব আলীকে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ প্রদান করে।পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন সৈয়দ আব্দুল আজিজ সোহাগ, ১০ম শ্রেণীর মো: নাহিদ আহমদ, ৯ম শ্রেণীর সৈয়দ ইউসুফ আলী সুহিন, ৯ম শ্রেণীর সৈয়দা ফাতেমা জান্নাত খুশী ৭ম প্রমুখ।সকালের বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ছাত্র-ছাত্রীদের মধ্যে নির্বাচন উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ভোটারের সরব উপস্থিতি ছিল ৭৫%. টান টান উত্তেজনা চলছিল প্রার্থীদের মাধ্যে ২টার পর যখন ভোট গণনা শুরু হয়। অবশেষে আসেন সেই মহেন্দ্রক্ষন প্রধান নির্বাচন কমিশনার বেলা সাড়ে ৩টায় ফলাফল ঘোষনা করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ১৩৫ভোট পেয়ে নির্বাচনে বিজয়ী হন দশম শ্রেণীর ছাত্র সৈয়দ সানুয়ার আহমদ। দ্বিতিয় হন নবম শ্রেণীর ছাত্রী মোছা: নাফিসা তানজিম ইরিন ১২২ভোটে। তৃতীয় ১১৮ভোট পান ৮ম শ্রেণীর ছাত্র মো: ফারহান আহমদ। ৪র্থ হন ১১৬ভোট পেয়ে ৭ম শ্রেণীর ছাত্র সৈয়দ সাইম আহমদ সামি। ৫ম হন ষষ্ট শ্রেণীর ছাত্র মো: নাজিম আহমদ নাহিদ ১১১ভোট পেয়ে। বিশেষ ভাবে নির্বাচিত হন সৈয়দা ইমা বেগম ৭ম শ্রেণী তার মোট ভোট ১১৫। সৈয়দা নাঈমা পারভীন তিন্না ৮ম শ্রেণী তার ভোট ১০৪ এবং মো: ফরিদ আহমদ চৌধুরী ৯ম শ্রেণী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নুরুন ন্নাহার, বিজয়ী এবং যারা বিজয়ী হতে পারেনি সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে অান্তরিক ধন্যবাদ জানান।