সিলেটশুক্রবার , ৩১ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

৬ বোর্ডেই কওমী স্বীকৃতি,বিশ্বাস-অবিশ্বাসের রাজনীতি

Ruhul Amin
মার্চ ৩১, ২০১৭ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: দেশের অর্ধশত র্শীষ আলেমের সমন্বয়েই চূড়ান্ত হচ্ছে কওমী সনদের স্বীকৃতি বিষয়ক কমিটি। ‘সরকারের কেউ নয়; শুধু আলেমদের সমন্বয়েই গঠিত হচ্ছে কওমি সনদের স্বীকৃতির কমিটি’ এমন কথা শুনা গেলেও সরকারের ‘কবলমুক্ত’ সময়েই বলেদেবে কমিটির প্রকৃত রুপ কী?
জানা যায়, দেশের শীর্ষ আলেম ও বেফাক চেয়ারম্যান আল্লামা আহমদ শফীর চূড়ান্ত মতামত পেলেই প্রজ্ঞাপন জারি করবে শিক্ষামন্ত্রণালয়। গত ২৮ মার্চ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে কওমি মাদরাসার স্বীকৃতি লিয়াঁজো কমিটির বৈঠকের পরই বিষয়টি নিয়ে চূড়ান্ত হোম ওয়ার্ক চলছে। হোম ওয়ার্কেও যথেষ্ট গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। এ ব্যাপারে লিয়াঁজো কমিটির একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কেউ স্পষ্ট কথা বলতে রাজি হননি।কমিটির নাম কওমি মাদরাসা কর্তপক্ষ থাকছে না। ‘কওমি মাদরাসা কর্তপক্ষ’ এর বিকল্প নাম এখনও চূড়ান্ত হয়নি।
সুত্রমতে, শনিবার ১ এপ্রিল চট্রগ্রামের হাটহাজারিতে আল্লামা শাহ আহমদ শফীর মতামতের ভিত্তিতেই সব কিছু চূড়ান্ত হবে বলে অনুসন্ধানে জানা যায়। বুধবার বেফাকের নিজস্ব ফোরামে স্বীকৃতি বিষয়ে একটি খসড়া প্রস্তাবনা তৈরি হয়েছে। খসড়া এই প্রস্তাবনাটি শনিবার আল্লামা আহমদ শফী চূড়ান্ত করবেন।আল্লামা আহমদ শফী চূড়ান্ত মতামতের ওপর ভিত্তি করেই প্রজ্ঞাপন জারি করবে শিক্ষামন্ত্রণালয়। তবে খসড়া প্রস্তাবনায় কী আছে তা এখনও জানা যায় যায়নি। প্রজ্ঞাপন জারির আগে জানার খুব সম্ভাবনাও নেই বলে মনে হচ্ছে। তাছাড়া কওমি শিক্ষা সনদের অথারিটি কমিটিতে বৃহত্তর বোর্ড হিসাবে বেফাকের সংখ্যাগরিষ্ঠতা থাকছে, কমিটিতে প্রায় দুই তৃত্বীয়াংশ সদস্য বেফাকের থাকছে। মানে হলো, ৩২ সদস্যে এই কমিটিতে থাকবে বেফাকের শুরা-আমেলার ১০ সদস্য, বেফাকের চেয়ারম্যান নির্বাচন করতে পারবেন আরও ১০ সদস্য। চেয়ারম্যান, কো- চেয়ারম্যানসহ বেফাকের ২২, বাকি ৫ বোর্ড এর সভাপতি এবং সাধারণ সম্পাদক ২ জন করে ১০জন। মোট ৩২ সদস্যের কমিটির প্রস্তাব করা হচ্ছে। বেফাকের ১০ সদস্যের নামও প্রায় চূড়ান্ত। কিন্তু তারা কারা তা এখনও জানা যায়নি। অন্যদিকে কারা থাকছেন চেয়ারম্যান আল্লামা শফীর গুড লিস্টে তা নিয়েও চলছে ব্যাপক কল্পনাজল্পনা।৬ বোর্ডের অধীনেই স্বীকৃতির বিষয়টি এগুচ্ছে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে। তবে সরকারী মহলের প্রভাব বিস্তারের বিষয়টি বারবার আলোচিত হচ্ছে কওমী মহলে। নবীনের একটি অংশ সনদের স্বীকৃতি নিয়ে মাঠে সরব থাকলেও সাম্প্রতিক সময়ে প্রবীন আলেমদের অধিকাংশই স্বীকৃতির বিপক্ষে মতামত ব্যক্ত করেছেন। তারা মনে করছেন সরকার শর্তসাপেক্ষে স্বীকৃতি দিলে স্বকীয়তা হারাবে কওমী শিক্ষা ব্যবস্থা। সরকার রাজনৈতিক স্বার্থহাসিলের জন্যই নতুন ‘মূলা ঝুলিয়েছে’ এমন মন্তব্যও করেন অনেকেই।