সিলেটশুক্রবার , ৩১ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট ক্যামব্রিয়ান কলেজে দোয়া অনুষ্ঠিত

Ruhul Amin
মার্চ ৩১, ২০১৭ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: :সিলেট নগরীর সুবিদ বাজারস্থ সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের আয়োজনে সিলেট ক্যামব্রিয়ান কলেজের ২০১৭ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া ৩০শে মার্চ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এস.এ.ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শিব্বির আহমদ ওসমানী’র সভাপতিত্বে ও একাদশ শ্রেণির শিক্ষার্থী হাফসা আক্তারের পরিচালনায় দোয়া পূর্ববর্তী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক খয়রুন নেছা চৌধুরী নাজ, বাংলা বিভাগের প্রভাষক মির্জ বশির আহমদ, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক রেফা বেগম, প্রভাষক আয়েশা জামিলা, প্রভাষক মবরুর আহমদ সাজু, প্রশাসনিক কর্মকর্তা মারজান চৌধুরী, শিক্ষক জামাল হোসাইন, রীমা রায়, বিদায়ী পরীক্ষার্থী ফয়ছল আহমদ, মিনহাজুর রহমান আলভী, একাদশ শ্রেণির শিক্ষার্থী আল-আমিন জয় প্রমূখ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের কর্ণধার। তাই শিক্ষার্থীরা এইচ.এস.সি পরীক্ষায় ভাল ফলাফলের মাধ্যমে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। তোমদেরকে তোমাদের মা-বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। নিজেদেরকে সুশিক্ষা ও নৈতিকতার মাধ্যমে দেশের উন্নয়নে নিয়োজিত রেখে জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরোদ্ধে গনসচেতনতা গড়ে তুলতে হবে।অষ্টম শ্রেণির শিক্ষার্থী আশরাফ আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী’র দোয়া’র মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। পরে এইচএসসি পরীক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন উপস্থিত শিক্ষকমন্ডলী।